আমাদের কথা খুঁজে নিন

   

যে কারোণে পোস্ট নির্বাচিত না হলে ব্লগাররা মন খারাপ করে

কসম আমার সম্ভ্রম হারানো মায়ের ইজ্জতের স্বাধীনতার পূর্ণ স্বাধ গ্রহন করার জন্য যদি আর একটি মুক্তি যুদ্ধ হয় তবে আমি হব সে যুদ্ধের প্রথম শহীদ !!!

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০০ থেকে ১৯ শে ডিসেম্ভর রাত ১১ টা বেজে ৪০ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট প্রকাশিত হয়েছে ১৮১ টি। তার মধ্য থেকে এই পোস্ট লেখার আগ পর্যন্ত নির্বাচিত পাতায় শোভা পেয়েছে ১২ টি পোস্ট। নির্বাচিতে স্থান পায়নি বাকি ১৬৮ টি পোস্ট। চলুন নির্বাচিত পোস্ট গুলোর মধ্য থেকে কোন কোন পোস্ট গুলো মন্তব্য পেয়েছে আর কোন কোন পোস্ট গুলো বেশী পঠিত হয়েছে সেটা দেখিঃ স্বপ্নবাজ অভি ভাই এই কবিতার শেষ প্যারা১৪১ বার পঠিত ৫২ টি মন্তব্য ৫ টি লাইক ইখতামিন ভাই এর এক- ব্লগারের সমস্যা, দুই- সামহোয়্যারইন..ব্লগের সমস্যা। উভয়েই নিজেদের প্রবলেমগুলো সলভ করে নিন।

৩৪ টি মন্তব্য ৩৫৬ বার পঠিত ৩ টি লাইক কাল্পনিক_ভালোবাসা ভাই এর আমাদের ভোজনরসিক-তা, গরুটির মুক্তি কবে? ৪২ টি মন্তব্য ২৭১ বার পঠিত ২ টি লাইক দলছুট শুভ ভাই এর পাগল রাগ করে চলে গেছে, ফিরেও আসনি ... ট্রিবিউট টু সঞ্জীব দা ১৯৮ বার পঠিত ৪২ টি মন্তব্য ৫ টি লাইক বাকি ৮ টি পোস্ট পাঠক ও মন্তব্য সংকটে লজ্জা পেলেও ১০০-৩০০ বারের মত পঠিত হয়েছে ১-২০ টার মত মন্তব্য অন্তত পেয়েছে। নির্বাচিতে না যাওয়া বাকি ১৭০ টার মত পোস্ট আপনারা নিজের চোখেই দেখে আসতে পারেন। কারো পোস্টের লিঙ্ক দেওয়া হলোনা। সকল পোষ্টে ক্লিক করে ১২টি নির্বাচিত পোস্ট বাদ দিয়ে ১৯ তারিখে সামুতে প্রকাশিত হওয়া সব পোস্ট যদি আপনি দেখেন তাহলে দেখবেন আনুমানিক ২০ টার মত পোস্ট ৫০ বারের নীচে পঠিত ও কোন মন্তব্য পায়নি । ১০ টার বেশি পোস্ট কোন মন্তব্য পায়নি ১০০ বারের মত পঠিত।

আর অন্য গুলো ১০০ এর নীচে পঠিত কোন কোনটা ১০০ এর কিছু বেশি পঠিত হলেও ৫-১০ টার বেশি মন্তব্য পায়নি। অনেক গুলো পোষ্টে ১ থেকে ৫ টার মত মন্তব্য পেয়েছে। ঐ যে প্রথমেই বলেছি নির্বাচিতে যাওয়া পোস্ট কিছু পাঠক ও কিছু মন্তব্য অন্তত পায়। সম্ভবত এই কারণেই সামুর ব্লগাররা পোস্ট নির্বাচিতে না গেলে মন খারাপ করে মডারেশানের উপর অভিমান করে পোস্ট দেন। সবাই চায় কষ্ট করে লেখা পোস্ট কিছু মন্তব্য পাক।

কিন্তু ব্লগীয় ইন্টারেকশানের কারণে পাঠক মন্তব্য পাননা বলে আমার ধারণা। ছোট বেলায় কোন সাবজেক্ট এ মার্ক কম পেলে বাসার সবাই পঁচানোর পর কোন উপায় না দেখে স্যারের দোষ দিতাম । মনে মনে গালি দিতাম। হারামজাদার স্যার ইচ্ছে করে আমাকে মার্ক দেয়না। তার প্রিয় ছাত্রদের মার্ক বেশি দিয়েছে।

বড় হয়ে বুঝতে পেরেছি যারা মার্ক বেশী পেয়েছে তারা আসলেই ঐ মার্ক পাওয়ার যোগ্য ছিলো অবশ্য এটাও সত্য যে নির্বাচকদেরও সামান্য দোষ আছে। পোস্ট নির্বাচিত করার ক্ষেত্রে আরো একটু দায়িত্বশীল হলে সামুর জন্য বেশী ভালো হবে বলে আমি মনে করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.