আমাদের কথা খুঁজে নিন

   

অমিতাভকে রেখার প্রত্যাখ্যান!

শেষ বারের মত একসঙ্গে অভিনয় করেছিলেন 'সিলসিলা' ছবিতে। এরপর দীর্ঘ ইতিহাস। তারপর দীর্ঘ ৩২ বছর দর্শক অপেক্ষায় রয়েছে তাঁদের দুজনকে আবার একসঙ্গে রুপোলি পর্দায় দেখতে। সে সুযোগ আসলে অমিতাভ রাজি হলেও, জুটি বাঁধার প্রস্তাব ফিরিয়ে দিলেন রেখা।

নিজের আগামী ছবি ওয়েলকাম ব্যাকে অমিতাভ-রেখাকে নিতে চেয়েছিলেন পরিচালক আনিস বাজমি।

অমিতাভ সইও করে ফেলেছেন। তবে প্রস্তাবে নাকচ করেছেন রেখা। অজুহাত, সুপার নানি ছবির জন্য শুটিংয়ের তারিখ দিয়ে ফেলেছেন তিনি।

ইন্দ্র কুমারের ছবি সুপার নানিতে শরমন জোশির নানির ভূমিকায় অভিনয় করছেন রেখা। ছবিত রয়েছেন অনুপম খের, রনধীর কাপূরও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।