আমাদের কথা খুঁজে নিন

   

বলিউডে চান্স পেতে 'নমস্তে' বলা শিখেছেন শ্যারন

হলিউডে কাজ করার সুযোগ পেতেই ব্যাকুল হতে দেখা গেছে বলিউডের শিল্পীদের। কিন্ত্ত এবার উল্টো হাওয়া বইতে শুরু করেছে। বলিউডের দিকে ঝুঁকেছে হলিউড। 'বেসিক ইনস্টিঙ্ক্ট'-খ্যাত হলিউড কাঁপানো অভিনেত্রী শ্যারন স্টোনের গলায় শোনা গেল হিন্দি মুভিতে কাজ করার আগ্রহের সুর।

এইড্স গবেষণা সংস্থা 'অ্যামফার' (amfAR)-এর হয়ে অনুদান সংগ্রহ উপলক্ষে মুম্বাই অবস্থান করেন শ্যারন স্টোন।

সোমবার ওই আন্তর্জাতিক সংস্থা আয়োজিত একটি গালা পার্টিতে হাজির হয়েছিলেন ৫৫ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন।

পার্টিতে সাংবাদিকদের উদ্দেশ্যে শ্যারন বলেন, আমি অনেক হিন্দি মুভি দেখেছি। কোনও হিন্দি মুভিতে কাজ করার সুযোগ পেলে আমার ভালো লাগবে। এই ভাষাটা একটু আলাদা কিন্ত্ত আমার তো দারুণ লাগে।

তবে কি এখন থেকেই একটু একটু হিন্দি শিখতে শুরু করেছেন তিনি? এমন প্রশ্নের জবারে শ্যারনের ঝটপট জবাব, আপাতত 'নমস্তে' বলাটা শিখেছি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।