আমাদের কথা খুঁজে নিন

   

যৌনকর্মই আকস্মিক মৃত্যুর জন্য দায়ী

মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকের কারণে আকস্মিক মৃত্যুর অন্যতম কারণ হিসেবে যৌনকর্মকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। ভারতের স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান এআইআইএমএস পরিচালিত বিভিন্ন পর্যায়ের রোগীদের নিয়ে পরিচালিত গবেষণায় চিকিৎসা-বিজ্ঞানীরা এসব সিদ্ধান্তে এসেছেন। স্নায়ুরোগ বিভাগে চিকিৎসা নেয়া রোগীদের নিয়ে ২০১২ সালের মার্চ থেকে ২০১৩ সালের মে পর্যন্ত পরিচালিত গবেষণা জরিপে দেখা গেছে, কিছু উচ্চঝুঁকির কর্মকাণ্ড ৪৪ শতাংশ রোগীকে আক্রান্ত করেছে। এর মধ্যে ৪৮ শতাংশই পুরুষ রোগী। এতে অংশগ্রহণ করেন ২৯০ জন রোগী (২১০ পরুষ ও ৮০ নারী)।

অংশগ্রহণকারীদের মধ্যে ২.৪ শতাংশ পুরুষ জানিয়েছেন, স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রায় দুই ঘণ্টা আগে তারা যৌনসঙ্গম করেছিলেন।

গবেষণা দলের প্রধান ড. আশিষ শর্মা জানান, এর আগের গবেষণায় লক্ষ্য করা গেছে, যৌনকর্মের কারণে হৃদস্পন্দনে গতি বেড়ে যায়, রক্তের চাপ ও অ্যাড্রনালিন লেভেল বাড়ে, ফলে মস্তিষ্কের টিস্যুর ওপর চাপ বাড়ে যা সামলাতে না পারলে রক্তক্ষরণ শুরু হয়। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.