আজ বিএনপির মাননীয় মহাসচিব জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করলেন যে এই সরকারের আমলে শুধু তাদেরই ২৫০ জন কর্মীকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে।
বিষয়টা খুবই গুরুতর অভিযোগ। যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে সহিংসতা, হরতাল, হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে অভিযান ইত্যাদি মিলিয়ে গত পাঁচটি বছরে (২০০৮-২০১৩) ও তার আগের আমলে (১৯৯৬-২০০১) ঠিক কতগুলো মানুষ প্রাণ হারিয়েছে তার একটা নিরপেক্ষ হিসাব বের করা দরকার।
একই সাথে বিগত বিএনপি (১৯৯১-১৯৯৬) ও ৪ দলীয় জোট সরকারের সময়ও (২০০১-২০০৬) ২১শে আগষ্টের গ্রেনেড হামলা, অপারেশন ক্লীন হার্টসহ সবগুলো হত্যাকান্ডেরও একটা সংখ্যা জনগনের সামনে নিয়ে আসা দরকার।
এরশাদ সরকারের সময়ও (১৯৮২-১৯৯০) নুর হোসেন, ডাঃ মিলন, জাফর, জয়নাল, দীপালী, সেলিম, দেলোয়ার, রাউফুন বসুনিয়াসহ অনেকেই প্রাণ দিয়েছেন, হরতাল হয়েছে, সম্পদ বিনষ্ট হয়েছে।
সম্ভবত এখনই সময় বিগত তিনটি সরকারের সময়গুলোতে অর্থাৎ এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনার সরকারের সময়ে, কোন কোন আমলে ঠিক কতগুলো মানুষ সরকার ও তার পেটোয়া বাহীনির হাতে নিহত হয়েছেন এবং কোন আমলে কতগুলো হরতাল হয়েছে, কতগুলো বাস পুড়েছে, গাড়ী ধ্বংস হয়েছে, বিরোধী দলের জনসভার উপর হামলা, মামলা, রাজনৈতিক গ্রেফতার, নেতাদেরকে মেরে আহত করা, রাজনৈতিক দলের অফিস বন্ধ করে দেয়া, সভা সমাবেশ নিষিদ্ধ করা ইত্যাদি ঘটনার একটা সঠিক পরিসংখান জনগনের সামনে তুলে ধরার আবশ্যিকতা আজ খুবই জরুরি বলে মনে করি।
কোন সরকারই এটা করবে না, তবে আশা করি দেশের মানুষের ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে, গনতন্ত্রের স্বার্থে একটা অত্যন্ত নিরপেক্ষ বেসরকারী তদন্ত কমিশন বা এ ধরনের কোন সংগঠন, প্রতিষ্ঠান এই পরিসংখ্যানটা সাহসিকতার সাথে, ভয় ভীতির উর্ধে উঠে তুলে নিয়ে আসবে এবং খুব শীঘ্রই তা জাতির সামনে প্রকাশিত হবে।
ব্লেইম গেইমের রাজনীতি এবারই শেষ হওয়া দরকার। জনগনের জানা দরকার গনতন্ত্রের নামে, সংবিধান রক্ষার নামে কারা 'মুখে শেখ ফরিদ আর বগলে ইট' এর রাজনীতি করে। মুখোশ উন্মোচন আজ জরুরী দরকার হয়ে পড়েছে।
সাহসী কেউ কি আছেন, সত্য সে যতই কঠিন ও নিষ্ঠুর হোক, প্রকাশ করার? কোন ব্যাখার দরকার নেই, শুধু চাই নিখুত পরিসংখান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।