আমাদের কথা খুঁজে নিন

   

শেষ দল হিসেবে বিশ্বকাপে উরুগুয়ে

জর্ডানকে তাদের মাটিতেই ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপ একরকম নিশ্চিত করে রেখেছিল অস্কার তাবারেসের শিষ্যরা। বুধবার মন্তেভিদিওতে চমক কেবল উরুগুয়েকে অতিথিদের রুখে দেয়া।
ম্যাচ শেষে তাই কিছুটা সান্ত্বনা পেতে পারে এশিয়ার বাছাইপর্বে পঞ্চম হওয়া দেশটি।
বিশ্বকাপে ওঠার জন্য বাছাইপর্ব ও প্লে-অফ মিলিয়ে মোট ১৮টি ম্যাচ খেলতে হলো উরুগুয়েকে। ম্যাচ শেষে স্ট্রাইকার এদিনসন কাভানি তাই সাংবাদিকদের বললেন, "আমরা সবাই খুশি কারণ এটা ছিল একটা কঠিন পথ।

তবে আমরা তা উপভোগও করেছি। "
ম্যাচে জেতার তেমন চেষ্টা না করে রক্ষণভাগ সামলানোটাকেই উত্তম বলে মনে করেছে জর্ডানের ফুটবলাররা। তাতে সফল হয়ে প্রতিপক্ষের কোচের প্রশংসাও পেল অতিথিরা।
তবে গোল না হলেও স্টেডিয়ামে উপস্থিত ৬০ হাজার দর্শকের উদযাপনে কেনো কমতি ছিল না।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি ও ইকুয়েডর।

পঞ্চম হওয়ায় প্লে-অফ খেলতে হয়েছে উরুগুয়েকে।
তবে প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়টা যেন নিয়তিই হয়ে গেছে উরুগুয়ের। গত বিশ্বকাপে তো এভাবেই উঠেছিল তারা, মূল পর্বে দুর্দান্ত খেলে সেমি-ফাইনালেও উঠেছিল। শুধু গত বিশ্বকাপেই বা কেন, ২০০২ ও ২০০৬ সালেও প্লে-অফ খেলতে হয়েছিল উরুগুয়েকে। ২০০২ সালে সফল হলেও, ২০০৬ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।