আমাদের কথা খুঁজে নিন

   

নব্য ইষ্ট-ইন্ডিয়া কোম্পানীর কর্নধার বাংলাদেশ বিমানের কেভিন ষ্টীল ।

আকাশের ঐ মিটিমিটি তারার সাথে কইব কথা

এই কথা সবার জানা যে ইষ্ট-ইন্ডিয়া কোম্পানী ভারতবর্ষে কি পরিমান লুন্ঠন করেছিল । ব্রিটিশদের বর্তমান সভ্যতা এ অঞ্চলের মানুষের রক্তের ফসল। ব্রিটিশরা এদেশ হতে চলে গেলেও তাদের ভক্ত গোলামদের রেখে গেছে এদেশে। সরকার বিমানকে লাভজনক করার জন্য নিয়োগ দেয় কেভিন ষ্টিলকে যে কিনা একজন ব্রিটিশ। যার পিছনে এই দেশের মানুষের ঘাম ঝরানোর টাকার মাসে প্রায় ৩২লক্ষ টাকা খরছ হয় ? শুধু কি তাই বিমানকে নব্য ইষ্ট ইন্ডীয়ার করায়ত্ব করার জন্য সে আরো ৪ জন কর্নওয়ালিসের উত্তরসুরিকে নিয়োগ দেয় !! যাদের পিছনে মাসে প্রায় খরছ হচ্ছে ৭২ লক্ষ টাকা !! অর্থাৎ এরা সবাই মিলে মাসে প্রায় এক কোটি টাকার উপরে খরছ করছে !!! দেখা যায় এরা দিনে যা টাকা পায় ,বাংলাদেশি ১০০ জন ও মাসে পাননা !! বিমানকে দুর্নিতিমুক্ত আর লাভজনক করতে যেয়ে নব্য ব্রিটিশ নিয়মে হচ্ছে আরো দুর্নিতিমুক্ত, হচ্ছে স্বজনপ্রিতি, হচ্ছে ব্রিটিশদের করায়ত্ব করার নতুন এক ষড়যন্ত্র । দুর্নিতির মুল কারন চিন্বিত না করে কেন এসকল বিদেশীদের নিয়োগ ? আফসোস ব্রিটিশরা চলে গেছে কিন্তু তাদের তাবেদার আজো থেকে গেছে । আজো ইষ্ট-ইন্ডিয়ার কালো থাবায় বাংলাদেশ ? Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।