শিক্ষক: বলো Wash মানে কি?
ছাত্র : কোন কিছু পরিষ্কার করা।
শিক্ষক: ওয়াশিং মেশিন কাকে বলে?
ছাত্র : যে মেশিন দ্বারা কোন কিছুকে পরিষ্কার করা হয়, তাকে ওয়াশিং মেশিন বলে।
শিক্ষক: ক্লোথ ওয়াশিং মেশিন চেন?
ছাত্র : চিনি । এটা লন্ড্রিতে ধোপারা ব্যাবহার করে।
শিক্ষক: ওয়াশিং পাউডারের উদাহরণ দাও।
ছাত্র : হারপিক দ্যা ক্লিনার।
শিক্ষক: আচ্ছা ! হারপিক দিয়ে কি করা হয়?
ছাত্র : টয়লেটের যত নোংরা ময়লা জিবাণু(গু সহ) আছে সব ধূয়ে মুছে হোয়াইট ক্লিনআপ করা হয়।
শিক্ষক: একদম ঠিক। তাহলে ব্রেইন ওয়াশিন মেশিন বলতে কি বোঝ?
ছাত্র : যে মেশিন দ্বারা ব্রেইনের গোবর সাফ করা যায় তাহাই ব্রেইন ওয়াশিং মেশিন।
শিক্ষক: তুমি এই মেশিনটা কেন বানাতে চাও?
ছাত্র : কারণ এটা দিয়ে মানুষের ব্রেইন কে পরিশুদ্ধ করা যায়।
শিক্ষক: ব্রেইনে কি কি গু থাকতে পারে বলে মনে কর?
ছাত্র : অনেক ধরনের থাকতে পারে। মানুষ ভেদে বিভিন্ন রকমের হয়। তবে হিংসা, পরনিন্দা, পরচর্চা, অহংকার, কাপুরুষতা, ভীরুতা, অশ্লিল বাক্যালাপ, মিথ্যাচার, মাতলামি, মুনাফেকি, পর্ণগ্রাফি, নারী, গাজাখোরি, কুচিন্তা, দুশ্চিন্তা, গুচিন্তা ইত্যাদি উল্লেখযোগ্য।
শিক্ষক: কেউ কি তোমার আগে ব্রেইন ওয়াশিং করেছে?
ছাত্র : হুম, শুনেছি। সেদিন এক বুদ্ধিজীবী বললেন …..কোন একটি জংগী(Poluted word) ছাত্র সংগঠনের ছেলেরা নাকি ব্রেইন ওয়াশিং করছে।
শিক্ষক: অসাধারণ!!! আচ্ছা! শুনেছি, কোন কোন বিশেষ!! জ্ঞানী ব্যক্তি নাকি ব্রেইন পলিউটিং মেশিনো বানিয়েছে। তুমি কিছু জান?
ছাত্র : জানি বৈ কি? তানাহলে গণধর্ষণ , গুম, হত্যা, মিথ্যাচারের ঘটনা ঘটে কিকরে!
শিক্ষক: এই মেশিন চালাতে কোন তেল বা গ্যাস ব্যাবহার করা হয়?
ছাত্র : তেল -গ্যাস স্থান ,কাল, পাত্র, তাপমাত্রা, চাপ, আবহাওয়াভেদে বিভিন্ন হয়। মোটামুটি একশো শিকলের তেল দিয়ে হাজার শিকলের গ্যাস ছাড়া হয়।
শিক্ষক: উদাহরণ আছে?
ছাত্র : তেল আমাদের ব্রেইনের বাহিরে তবে গ্যাসের উদাহরণ দুই একটা দিতে পারি। যেমন: স্টার প্লাস স্টার জলসার সিরিয়াল, বামো টিভির নিউজ, আলু সাংবাদিকতা, বালের শোর্য বীর্য, ধর্ষনের সেন্চুরী, টেন্ডারবাজী, চাঁদাবাজি, চাপাতিবাজী ইত্যাদি ইত্যাদি ।
শিক্ষক: এতো ভয়াবহ ব্যাপার ! এর ফলাফল তোমার জানা আছে?
ছাত্র : আছেই তো। গণ ধর্ষণ, খুন, কোপাকুপি, চুলাচুলি, চোগলখোড়ি, ব্যাভিচার, দুর্নিতী, সন্তাসী আরো কত কিছু!!! বলার কোন শেষ নাই, বলার চেষ্টা বৃথা তাই।
শিক্ষক: থেংক ইউ । তোমার প্রজেক্ট গ্রহণ করা হল। দ্রুত ব্রেইন ওয়াশিং মেশিন বানিয়ে, এন্টি পোলিউটিং মেশিন বানিয়ে ফেল।
আমরা তোমারই অপেক্ষায়……….।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।