আমাদের কথা খুঁজে নিন

   

জিসাসের রিক্সায় আমরা দুজন

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ... হিমেল আর আমি , পৌষের সন্ধ্যা দুরুদুরু বুকে দাঁড়িয়ে বায়তুল মোকাররমের সামনে একটা রিক্সা বড়ই প্রয়োজন , হাতে ৫০ মিমি লেন্স এবং আগামীকাল ফ্লাইট আমার দূরান্তরে । হঠাৎ দেখলাম তিনি আসছেন , কোন ত্রিশূল বা চক্র নয় , তার হাতে রিক্সার হ্যান্ডেল ত্রিচক্রযান নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালেন জিসাস ক্রাইস্ট , আমার মুগ্ধ চোখের সামনে হে মহামানব । হিমেল শান্তিনগরের ভাড়া দরদাম করছিলো যীশু বললেন , " ত্রিশ টাকা "... হিমেল কিছু বলতে যাচ্ছিল , আমি ধমকে দিলাম .. "চোপ, বেয়াদপ ... যীশুখ্রিস্টের সাথে বার্গেইন করতে নেই " তার মাথায় টকটকে লাল ক্যাপ , চোখে সানগ্লাস ... আমাদের বুকে নিয়ে রিক্সা এগিয়ে চলেছে টুংটাং ... আমরা দুরুদুরু বুকে পেছনে , সামনে বিষাক্ত শহর হাতে জিসাস ক্রাইস্ট !  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.