ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে তা থৈ তা থৈ থৈ দিমি দিমি দ্রম দ্রম । । ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে । । ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে।
। দানব দলনী হয়ে উন্মাদিনী আর কি দানব থাকিবে বঙ্গে । । বৌ ডাকিও বিয়ের পরে
লাগিবে অধিক মধুর,
জামাই বলে ডাকিবে সেও
লজ্জা দেখিও বধূর। ।
বিয়ের আগেই ডাকিয়া ফেলিলে
থাকিবে বাকি কিতা,
বিয়ের পরে যাইবা ডাকিবে
শুনিতে লাগিবে তিতা। ।
বিয়ের পরেই শাশুড়ী ডাকিয়া
মুখে তুলিও ফেনা,
আহ্লাদে মরি আটখানা হলে
মানুষ যাবেনা চেনা। ।
এসব রঙ্গ বাদ দিয়া বলি
আসল কথাটি শোনো,
ভালোবাসাটারে মর্যাদা দিয়া
নতুন স্বপন বোনো।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।