আমাদের কথা খুঁজে নিন

   

টেকনোক্রেট দুই মন্ত্রী এখন উপদেষ্টা

এই দুজনকে নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। উপদেষ্টা হিসেবে সর্বশেষ নিয়োগ পান জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বৃহস্পতিবার নির্বাচনকালীন সরকারে মন্ত্রীদের দপ্তর বণ্টনের সঙ্গে শফিক আহমেদ ও দিলীপ বড়ুয়াকে উপদেষ্টা নিয়োগ করা হয়।
নির্বাচনকালীন সরকারের মন্ত্রিত্ব যে ৩০ জন হারিয়েছেন, তার মধ্যেই ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক এবং ১৪ দলের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
২০০৯ সালের জানুয়ারিতে শেখ হাসিনা সরকারের যাত্রার শুরুতেই আইনমন্ত্রীর দায়িত্ব নেন শফিক, দিলীপ বড়ুয়া পান শিল্পমন্ত্রীর দায়িত্ব।



টেকনোক্রেট হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন ইয়াফেস ওসমান। তিনি নির্বাচনকালীন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন।
নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনের উদ্যোগের অংশ হিসেবে গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পান জিয়াউদ্দিন বাবলু।
ওই দিন যে আটজন মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন, তাদের সবাই সংসদ সদস্য। উপদেষ্টাদের মধ্যে কেউই সংসদ সদস্য নন।

 নির্বাচনের আগে এদের সঙ্গে আরো কয়েকজন যোগ হবে বলে গুঞ্জন রয়েছে।
নতুন তিনজনকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হলেন ১০ জন, যারা মন্ত্রীর মর্যাদায় এই দায়িত্বে রয়েছেন।
আগে থেকে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এইচ টি ইমাম (জনপ্রশাসন বিষয়ক), মসিউর রহমান (অর্থনৈতিক), সৈয়দ মোদাচ্ছের আলী (স্বাস্থ্য বিষয়ক), আলাউদ্দিন আহমেদ (শিক্ষা বিষয়ক), তৌফিক-ই-ইলাহী চৌধুরী (জ্বালানি বিষয়ক), গওহর রিজভী (পররাষ্ট্র বিষয়ক) ও তারেক আহমেদ সিদ্দিকী (নিরাপত্তা বিষয়ক)।
নতুন তিন উপদেষ্টার কোনো দায়িত্ব বণ্টন করা হয়নি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.