[একফাালি চাঁদ দেখেছি তোমার নির্জনে ]
-{ শাফিক আফতাব }-
এক আনন্দ মঠ আছে তোমার নির্জনে
তারি তরে আমার এক শতাব্দী অপেক্ষা__
আমার ভালোবাসা তোমার মনে
তার জন্য অজস্র সময় গেলো খামাখা।
একটি রূপালী চাঁদ তোমার বুকের সীমানায়
নিশিতে জ্যোতি দেয় আমার অমানিশায়
একটি স্বর্ণখনির সন্ধান পেয়েছি তোমার ভূগর্ভে
তারার মিতালী তাই বিস্তীর্ণ নভে।
তোমার গহীনে আছে ঘনঅরণ্যের নির্জনতা
আর আছে কিছু সুগন্ধি প্রাঞ্জল কবিতা
আর আছে পৃথিবীর দীর্ঘতম এক পুলকিত সৈকত
শাশ্বত সতত।
একফালি চাঁদ দেখেছি তোমার মেঘের আড়ালে
মেঘ সরে গলে আটকা পড়বে জালে।
২০.১১.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।