কেমন আছেন সকলে আশা করি অনেক বেশি ভাল।
গত দিনে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম Windows ৭ ফাইল মাত্র ৯ এমবিতে , আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নিরো বারনিং রোম পড়টেবেল ভার্সন মাত্র ৩৮ এমবি তে ও তাঁর সঙ্গে দিচ্ছি Windows ৮ মাত্র ১১ এমবিতে। দেখুন কাজে আসে কি না।
গত বারের নেয় আবারো বলতে হয় অনেকেই লিমিটেড স্পীড এর প্যাকেজ ব্যাবহার করেন, তাঁর উপরে আবার লিমিটেড ডাটা। সেই স্পীড আর লিমিটেড ডাটা দিয়ে ৫০০ এমবি ও ৪ জিবি ফাইল নামালে আর এই মাসে ইন্টারনেট ব্যাবহার করার লাগবে না।
তাই তো নিয়ে এলাম ৩৮ এমবি এর Portable ভার্সন ও তাঁর সঙ্গে হাই কমপ্রেস করা Windows ৮ মাত্র ১১ এমবি তে।
ডাউনলোড করুন নিচে থেকেঃ
তো ডাউনলোড করে নিন ফাইল স্বাপ লিংক থেকে। ডাউনলোড করতে Slow Download এ ক্লিক করে ডাউনলোড করুন মাত্র ৩৮ এমবি তে।
প্রথমেই বলে রাখি এটি পরিক্ষিৎ নয়। তবে হা এটি অনেকের কাজে লেগেছে, আপনিও ট্রাই করে দেখতে পারেন।
ডাউনলোড শেষ করে এবার আপনার Winrar দিয়ে জিপ ফাইল টিকে আনজিপ করে দেখুন Windows 8 পেয়ে যাবেন । Winrar না থাকলে এখান থেকে ডাউনলোড করে ফেলুন।
তো আজকের মতো এখানেই, আগামী পর্বে থাকবে windows Xp ও Office 7 এর ছোট ছোট মানে কমপ্রেস করা ফাইল ও লিণ্ডা এর কিছু টিউটোরিয়াল পার্ট বাই পার্ট । আপনাদের কোন মতা মত থাকলে জানাবেন।
আমার SARKARZONE এ পারলে ঘুরে আসতে পারেন এখান থেকে, যেখানে কিছু প্রয়োজনীয় সফটওয়্যার পাবেন ও বিভিন্ন টিউটোরিয়াল পাবেন যা হয় তো আপনার কাজে লাগতে পারে তো দেরি কেন সময় থাকলে ঘুরে আসুন SarkarZone.
ভাল ও সুস্ত থাকুন এই কামনায়, শুভ রাত্রি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।