আমাদের কথা খুঁজে নিন

   

ইন্জিনীয়ারীং এবং ডাক্তারী শিক্ষার বেহাল দশা

ধোয়াশা জগৎ আমাদের দেশে যারা ইন্জিনীয়ারীং এবং ডাক্তারী পড়তে চান সেই সুবোধ ছেলেমেয়েরা ফাস্ট ইয়ারে গিয়ে কি যে বেকায়দায় পড়েন তা আর বলার অপেক্ষা রাখে না । এর কারণটা হল সব কিছুই ইংরেজী মাধ্যমে পড়ানো হয় এবং কি লেকচার পর্যন্ত ইংরেজীতে দেওয়া হয় । তাহলে ঘটনাটা কি দাড়ালো যেই ছেলেমেয়েরা ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশুনা করলো তাদের অবস্থাটা একবার ভেবে ‍দেখুন । অবশ্য যারা ইংরেজী ভার্সনে পড়াশুনা করছেন তাদের কথাটা একেবারেই আলাদা । যদিও ইংরেজী ভার্সনে পড়াশুনা শুধুমাত্র ধনীদের বেলাতেই হয় কারণ শিক্ষা বোর্ড ইংরেজী মাধ্যমটি শুধুমাত্র প্রাইভেট সেক্টরেই দিয়েছেন কোন সরকারী স্কুলে চালু করেননি ।

কেন করেননি তা আমার জানা নেই । হয়তো প্রাইভেট স্কুল কলেজে যারা পড়াশুনা করেন তারা ইংরেজী ভালো পারে অথবা ইংরজী ভালো বুঝে । যাহোক বাংলা মাধ্যমের এই ইন্টারপাশকৃত ছাত্রছাত্রীদের একটা পরীক্ষার মাধ্যমে ইন্জিনীয়ারীং এবং ডাক্তারীতে ভর্তি নেওয়া হয় । আসলে এই মাধ্যমে পড়ার জন্য তারা কতটুকু উপযুক্ত তা কিন্তু বিচার করা হয় না । এমনকি তারা ইংরজী লেকচার বুঝতে সক্ষম হবে কিনা তা বিচার করা হয় না ।

যদিও অনায়াশেই তারা সফলতার সাথে সেই কোর্স সমাপ্ত করে ফেলছে । আমার কথা হল তারা কতটুকু নিতে পারছে সেই বইগুলো থেকে এবং সেই লেকচারগুলো থেকে আমার জানা নাই । যদি পেরেই থাকে তবে কেন ইন্জিনীয়ারীং এবং ডাক্তারী পাশ করে বিদেশে যাওয়ার জন্য আবার আইইএলটিএস করতে হবে । আমার মনে হয় ইন্জিনীয়ারীং এবং ডাক্তারীতে ভর্তি হবার আগে আইইএলটিএস জাতীয় একটা সার্টিফিকেট এবং একটা মিনিমাম স্কোর দেখে ভর্তি নেয়া যুক্তিযুক্ বলে আমি মনে করি ; যা সময়র দাবী । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.