পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গত সপ্তাহে শিয়া-সুনি্ন সংঘর্ষে ১১ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সুনি্ন মুসলিম সংগঠনগুলো বিক্ষোভের ডাক দেওয়ার প্রেক্ষাপটে পাকিস্তান কর্তৃপক্ষ গতকাল দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে।
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ইসলামাবাদের পাশর্্ববর্তী রাওয়ালপিন্ডিতে শিয়া মুসলিমদের একটা তাজিয়া মিছিল সুনি্ন মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে সুনি্নরা বিক্ষোভের ডাক দেয়। গতকাল ছিল এই বিক্ষোভের দিন। গতকাল রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট ও হোটেল-রেস্তোরাঁগুলো বন্ধ ছিল। আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার হাজার হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করে। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।