মীর সাবি্বর ও দিলারা জামান সম্পর্কে বেয়াই-বেয়াইন। এমনই তথ্য দিলেন সাবি্বর। তিনি জানান, দিলারা জামানের বোনের ছেলে মেজর আনিকের সঙ্গে বিয়ে হয়েছে তার বোনের মেয়ে মুনিয়ার। সেই সূত্রেই মূলত দুজন বেয়াই-বেয়াইন। এই দুই অভিনয়শিল্পী এবার সাজ্জাদ সুমনের আরটিভিতে প্রচারিত ধারাবাহিক 'অপরাজিতা'য় অভিনয় করছেন।
এরই মধ্যে অপরাজিতার ৫২ পর্ব প্রচার হয়েছে। ৬০ পর্বের পর থেকে এ দুজনকে দেখা যাবে। নাটকে সাবি্বর সফল ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন। তার দাদি চরিত্রে রয়েছেন দিলারা জামান। মীর সাবি্বর বলেন, দিলারা আপা অভিনয়ে একজন আইডল।
আমার প্রিয় মানুষ এবং শিল্পী। তার সঙ্গে কাজ করতে ভালো লাগে। দিলারা জামান বলেন, সাবি্বর আমার ছোট ভাইয়ের মতো। অভিনয়েও তার বৈচিত্র্যতা চোখে পড়ে। 'অপরাজিতা' নাটকটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।