আমাদের কথা খুঁজে নিন

   

নিরুপমা

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক ।

কী নাম দেব তোমায় নিরুপমা ? জান কি তোমার জন্য কত ভালবাসা আছে জমা ? কোন এক স্নিগ্ধ বিকেলে যখন নিস্তেজ সূর্য পড়বে হেলে ম্লান আলোয় অবসন্ন শরীর গতিময় পৃথিবীতে আমরাই শুধু স্থির । ধীরে ধীরে সমস্ত আলো কেড়ে পৃথিবী ঘুমায় নিকশ আধারে মুছে যায় সব ক্লেদ , ঘৃণা বিদ্ধেষ , গরিমা । শুধু তুমি অতৃপ্ত হৃদয়ের সব চাওয়া পাওয়া রেখেছ সুপ্ত । আর চুপ থাকা নয় প্রকাশিত হও উপমা হয়ে আলোকে হারাও । ফিরে যাও সেই সোনালী দিনে অধরা সুখের স্বপ্ন বুনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।