আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধি শাণ দেয়ার দারুন এক খেলা দাবা চলুন যেনে নিই অজানা কিছু কথা

হঠাৎ করে ইচ্ছে গুলো বোধয় দুটি ডানা পেলো আকাশ পানে উরে যেতে চায় তোমার মনের বারান্দাতে ভালোবাসায় আসকারাতে তোমায় শুধু ছোয়ে যেতে চাই

বুদ্ধি শাণ দেয়ার দারুন এক খেলা দাবা। কিন্তু আমরা কি জানি কিভাবে আসলো এই খেলা কেইবা প্রথম দাবা খেলায় হেরেছিলো চলুন যেনেনিই দাবা খেলার কিছু অজানা কথা। খেলাটি শুরু হয়েছিল ভারতে। জনপ্রিয় এ খেলাটি কে আবিষ্কার করেছেন, জানা সম্ভব হয়নি। পরে আরব দেশগুলোতে এবং তারপর ইউরোপেও ছড়িয়ে পড়ে।

দাবা খেলার উৎপত্তি নিয়ে বেশকিছু মজার গল্পও শোনা যায়। এর মধ্যে একটি গল্প প্রায় ৮০০ বছর আগের, পারস্য থেকে আসা এক ব্যক্তিকে ঘিরে। তখন শিহরাম নামে এক রাজা ছিল ভারতে। ভীষণ অত্যাচারী। তখন একজন বুদ্ধিমান ব্যক্তি দাবা খেলাটি আবিষ্কার করেন।

এ খেলার মধ্য দিয়ে তিনি অত্যাচারী রাজাকে বোঝাতে চেয়েছিলেন, রাজ্যের কোন প্রজা যতই ছোট হোক না কেন, সবাই গুরুত্বপূর্ণ। কারও গুরুত্ব কোনো অংশে কম নয়। রাজা শিহরাম খুব ভালভাবেই নিজের ভুল বুঝতে পারেন। এবং দাবা খেলাটি এতটাই পছন্দ করেন যে, নিজে এটি খেলার সাথে সাথে রাজ্যের সবার জন্য বাধ্যতামূলক করে দেন। ১৮৫১ সালে আধুনিক দাবা খেলার প্রতিযোগিতা ইংল্যান্ডে প্রথম অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

এতে অ্যাডল্ফ অ্যান্ডারসেন নামে এক জার্মান জয়ী হন। পরে 'দ্য ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ' প্রতিযোগিতা শুরু হয়, যা আজ অবধি চালু রয়েছে। প্রথম জয়ী হন উইলহেলম শেইনিট্জ। আজকে এতটুকুই কেমন লাগলো জানাবেন পরবর্তি পর্বে জানবো আমাদের সবথেকে প্রিয় একটি খেলার অজনা কথা তাহলো ক্রিকেট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।