I never knew how to worship until I knew how to love. আমরা তসলিমা নাসরিনের “ক” উপন্যাস নিষিদ্ধ হলে কিংবা ডাকাতি করতে গিয়ে অথবা কোন ভয়ংকর সন্ত্রাসী রাবের ক্রসফায়ারে নিহত হলে আমরা আধুনিক মুক্তমনা, দেশবরেণ্য, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বুদ্ধিজীবীরা আমরণ অনশন করি। বাকস্বাধীনতা, মৌলবাদী, মানবাধিকার নিয়ে চিন্তায় আমাদের মাথার ঘাম যেখানে পায়ে পড়ার উপক্রম সেখানে তুমি বিশ্বজিত কেন বাপু বঙ্গবন্ধুর সৈনিকের খোলা চাপাতির সামনে পড়তে গেছ? তুমি নাফিস কেন আমেরিকার পাতা জালে পা দিবা? এখন মজা বুঝ! গার্মেন্টসে আগুন লাগছে, ৪-৫ তলার জানলা দিয়া লাফ দিবা, তা না সিড়ি দিয়া নামবা, এখন হইছে তো? এত যায়গা থাকতে তোমরা কেন ফ্লাইওভারের গার্ডার এর নিচ দিয়া যাবা? আগে একবার ভাংছে, আবার ও ২-১ বার ভাংতে ও পারে, তার পরও অবাধ্য দের মত গার্ডারের নিচ দিয়া যাবা, এখন হইছে তো। আরে ভাই আমাদের এসব নিয়া ভাবার লেখার সময় আছে? সবকিছু নিয়া ভাবলে চলে? আমাদের ও পেট আছে না? আমাদের কি পাগলা কুত্তায় কামড়াইছে যে ছাত্রলীগ নামক সোনার ছেলেদের নিয়ে কিছু লিখব? লিখলে তো আমার হাতের কলম আমার ...ইসের ভিতরে ঢুকে যাবে। আর আমেরিকার বিরুদ্ধে কিছু বলব তার উপায় আছে? তাইলে তো বড়আব্বায় ভাত দিবে না। আর আমার সকল সার্থ জলাঞ্জলি দিয়ে আমি অত টাকাওয়ালা গার্মেন্টস মালিক কিংবা ঐ ক্ষমতা ধর কন্সট্রাকশন কম্পানির বিরুদ্ধে কিছু লিখব? ক্ষেপেছ? তার থেকে যে লেখা লিখলে মার্কেট পাওয়া যায়, তেলা মাথায় একটু তেল মর্দন করা যায় সেই লেখা লিখি। খনার বচনে আছেঃ “কলা রুয়ে না কেট পাত, তাতেই কাপড় তাতেই ভাত” আর আমরা বুদ্ধিজীবীরা বুদ্ধি ভালই রাখি কলা রুই না, কিন্তু কাপড় ভাত সবই পাচ্ছি, কারন আমরা যেখানে ছাতা সেখানে মাথা এই নীতিতে বিশ্বাসী। সম্প্রতি আমার আলোড়ন সৃষ্টিকারি লেখা, হ্যা, অবশ্যই জামাত-শিবির কে নিয়ে লেখা, (কারন এইটাই ত মার্কেটে পাবলিক খাচ্ছে) তোমরা যারা শিবির কর আমি তাদের বলছিঃ আমি বুঝে উঠতে পারছি না, যে বয়সে তোমরা একে অন্যকে রামদা-পিস্তল নিয়ে দাবড়ানি দিবা, ক্ষমতার দাপট দেখাতে যেয়ে রাস্তায় প্রকাশ্যে দিবালোকে নিরীহ মানুষ কে চাপাতি দিয়ে কোপাইবা, আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষা প্রতিষ্টানে মহড়া দিবা, শিক্ষক লাঞ্চিত করবা, ধর্ষন করে বিজয়োল্লাস করবা, সেই বয়সে কি না তোমরা শিবির কর, লম্বা দাড়ি রাখ, কেন বাপু আমার মত গোফ রাখতে পার না? ড্যান্স করতে পারনা? তোমরা নিজের মেয়েদের নজরদারিতে রাখ। কেন? কেন? কেন? এই খোলামেলার যুগে নারিকে বোরখা পরাইতে তোমাদের লজ্জা করে না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।