আমাদের কথা খুঁজে নিন

   

চাকসু ভিপি নাজিম কী চমক দেখাবেন?

চাকসুর সাবেক ভিপি ও বিএনপি নেতা নাজিম উদ্দিন এবার নির্বাচনে লড়ছেন হাটহাজারী থেকে! চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অভ্যন্তরে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের শক্তির দ্বন্দ্বের জেরে দীর্ঘ বঞ্চনার পর সহ-সভাপতির পদ পেলেও দলে কাঙ্ক্ষিত মূল্যায়ন না হওয়ার ক্ষোভে ২১ বছর পর সক্রিয় এই নেতা দলবদল করছেন বলে জোর গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। তবে কি তিনি যোগ দিচ্ছেন আওয়ামী লীগ অথবা নতুন কোনো দলে। এমন নানা প্রশ্ন এখন চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনসহ সচেতন মহলে ঘুরপাক খাচ্ছে। স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার ফসল হিসেবেই ১৯৯০-এর চাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন নাজিম। এরপর চাকসুতে আর নির্বাচন হয়নি।

সেবারের এজিএস মাহবুবুর রহমান শামীম বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য পদ পেলেও ভিপি থাকা সত্ত্বেও নাজিমের কপালে কেন্দ্র দূরে থাক, সম্মেলনে জেলা সদস্য পদও মিলেনি। বঞ্চিত অন্যদের নিয়ে রাজপথে বিক্ষোভে নামলে শেষ পর্যন্ত দলে ঠাঁই জুটে, জেলার অন্যতম সহ-সভাপতির পদ জুটে। শুধু দলের এই ঠাঁই-ই নয়, ১৯৮২ সালের ছাত্র আন্দোলন থেকে স্বৈরাচার, মৌলবাদ-জঙ্গিবাদ বিরোধী ভূমিকার জন্য নানাভাবে হয়রানির শিকারও হন নাজিম। চাকসুর সাবেক ভিপি নাজিমের সংসদীয় এলাকা উত্তর চট্টগ্রামের হাটহাজারী। বিএনপিতে এখন যেমন গৃহ বিবাদ, এলাকাটিতেও তেমনি সদ্য বিভক্ত মহাজোটের আওয়ামী লীগ ও জাপায় রয়েছে কোন্দল।

তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হেফাজতের ঘাঁটি হিসেবে হাটহাজারী মাদ্রাসাও আসনটিতে অবস্থিত। সব মিলিয়ে হাটহাজারী আসনে ভিপি নাজিমের নির্বাচনে প্রার্থিতা বিশেষ প্রভাব ফেলতে পারে। এখনো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল চাকসুর এই ভিপি। বিএনপি কার্যকর আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয় কেন- এমন প্রশ্নে তিনি জানান, 'কিছু সুবিধাভোগী ও আপসকামী নেতৃত্বের কারণে সরকার পতন আন্দোলন আশানুরূপ ফলাফল পায়নি। নাজিম বলেন, আগামীতে অজানা আশঙ্কায় সারা দেশের মানুষ এখন স্তম্ভিত।

গণতান্ত্রিক রাজনীতির বিশেষ যাত্রায় সর্বদলীয় সরকারে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের যোগদান প্রশ্নে অসন্তুষ্টি জানিয়ে চাকসুর ভিপি বলেন, মোজাম্মেল কাঞ্চন, দীপালী সাহা, রাউফুন বসুনিয়া, নূর হোসেন, ডা. মিলনদের হত্যাকারী স্বৈরাচারী এরশাদকে আমরাই ক্ষমতা থেকে নামিয়েছি। এরশাদকে যারা প্রমোট করছে তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করতে ইচ্ছে করে। দেশের রাজনীতির এমন অবস্থার দায়ভার কার? সম্পূরক এমন প্রশ্নের জবাবে নাজিম বলেন, রাজনীতিকে রাজনীতিকদের হাত থেকে ছিনিয়ে নিতে যারাই তৎপর, তারাই এর জন্য দায়ী। ডাকসু, চাকসু, জাকসু, ইবসুসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২৫ বছর ধরে নির্বাচন না থাকাটাও এমন অপতৎপরতার লক্ষণ। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রার্থিতা, নাকি অন্য কোনো চমক দেখাবেন- এমন প্রশ্নে নাজিম বলেন, দেশের মানুষ চায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

তাই এখনই নয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলেই প্রার্থিতা বিষয়ে মুখ খুলতে চান তিনি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.