আমাদের কথা খুঁজে নিন

   

মোগাদিসু [ সোমালিয়া ]

সোমালিয়ার রাজধানী মোগাদিসু এই মুহূর্তে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর শহর হিসেবে গণ্য। ১৯৯০ সাল থেকেই দুরবস্থায় পতিত এই শহরের নাগরিকদের জীবনশঙ্কা সবচেয়ে বেশি। পথে চলাচলের জন্য স্বাভাবিক জীবন ব্যবস্থা এখনো নিশ্চিত নয় এখানে। ইউনাইটেড ন্যাশন এবং বিভিন্ন দেশের অ্যামবেসি সরে যাওয়ার পর সর্বশেষ ১৯৯১ সালে এখানে সরকার ব্যবস্থার সফল পরিচালনা ছিল। তারপর থেকেই নাগরিক জীবন প্রতিনিয়তই অনিশ্চয়তার মধ্য দিয়েই যাচ্ছে।

২০০৭ সালের দিকে আল-কায়েদার সম্পৃক্ততার খোঁজ পাওয়ার কথা বলা হলে অবস্থা ধীরে ধীরে আরও খারাপের দিকে গেছে। যুদ্ধপরবর্তী বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করলেও ভুল হবে না এ শহরের নিরপত্তার বিষয়টিকে। গত দুই দশকের যুদ্ধাবস্থা এ শহরকে আতঙ্কের চূড়ান্তে পরিণত হয়েছে নগরবাসীর কাছে। স্বাভাবিক জীবন বলে কিছুই অবশিষ্ট নেই এমনটাই বলে থাকেন বিশ্লেষকরা। ২০১১ সালের পর তুর্কি এয়ারফোর্সের শহরের আনাগোনা বেড়ে যাওয়ার পর অবস্থা বিশেষ নিরাপদ নয় মোটেও।

আকাশপথে বোমাবর্ষণের আতঙ্ক এবং রাজপথে সন্ত্রাসীদের গুলি, বোমা, আক্রমণ সব মিলিয়ে মোগাদিসু সোমালিয়াসহ বিশ্বের অন্যতম আতঙ্কের শহরে পরিণত হয়েছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.