আমাদের কথা খুঁজে নিন

   

ফরেক্স পিভট পয়েন্টের প্রকারভেদ । পড়ুন ।

স্ট্যন্ডাড পিভট পয়েন্ট ছাড়াও আরো তিন পদ্ধতিতে পিভট পয়েন্ট বের করা যায়। সে পদ্ধতিগুলোর নাম হল- (১)টম ডি’মার্কস(Tom DeMark’s), (২) উড্ড’স(Woodie’s), (৩) ক্যামারিল্যা(Camarilla) ।
এই পদ্ধতিগুলো নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো-
১) টম ডি’মার্ক (Tom DeMark’s) পিভট পয়েন্ট:-
---------------------------------------------------------
টম ডি’মার্ক পিভট পয়েন্ট পদ্ধতিটি ট্রেডারদের মধ্যে ব্যাপকভাবে বিস্তৃত। যদিও এটি সত্যিকারে পিভট নয় তবুও টম ডি’মার্ক নিয়ম অনুসারে ঐ সময়ের হাই এবং লো সর্ম্পকে ভবিষ্যতবাণী করা হয়।
সূত্র:-
-----
1) If Close < Open Then X = H+2×L+C;
যদি মাকেট ক্লোজ < ওপেন মাকেট থেকে ছোট হয় তাহলে এক্স(X)= হাই(H)+২(2)xলো(L)+ক্লোজ(C) {তাহলে এই সূত্রটি প্রযোজ্য হবে}
2) If Close > Open Then X = 2×H+L+C;
যদি মাকেট ক্লোজ > ওপেন মাকেট থেকে বড় হয় তাহলে এক্স(X)= ২(2)xহাই(H)+লো(L)+ক্লোজ(C) {তাহলে এই সূত্রটি প্রযোজ্য হবে}
3) If Close = Open Then X = H+L+2×C;
যদি মাকেট ক্লোজ=ওপেন মাকেট সমান হয় তাহলে এক্স(X)= হাই(H)+লো(L)+ ২(2)xক্লোজ(C) {তাহলে এই সূত্রটি প্রযোজ্য হবে}
4) New High = X/2−L;
5) New Low = X/2−H
নিউ হাই এবং নিউ লো বের করা জন্য উপরের সূত্র থেকে পাওয়া এক্স(X)-কে ২ দিয়ে ভাগ করে মাকেটের লো(L) বিয়োগ এবং মাকেটের হাই(H) বিয়োগ করতে হবে।


২) উড্ড’স (Woodie’s) পিভট পয়েন্ট:-
---------------------------------------------
উড্ড’স পিভট পয়েন্টটা অনেকটা স্ট্যান্ডাড পিভট পয়েন্টের মত। আসুন জেনে নেই এটি কিভাবে বের করা হয়।
সূত্র:-
-----
Pivot (P) = (H+L+2×C)/4
Resistance (R1) = (2×P)−L
R2 = P+H−L
Support (S1) = (2×P)−H
S2 = P−H+L
3) ক্যামারিল্যা (Camarilla) পিভট পয়েন্ট:-
--------------------------------------------------
ক্যামারিল্যা পিভট পয়েন্ট বতমান মাকেট ট্রেন্ডে সাপোট এবং রেজ্সিটেন্স লেভেল বের করার চমৎকার পদ্ধতি। ক্যামারিল্যা পিভটের ক্যালকুলেশন বোঝা এত সহজ না কিন্তু এটি অনেক ফরেক্স ট্রেডাররা ব্যবহার করে থাকে। ক্যামারিল্যা সাপোট এবং রেজ্সিটেন্স লেভেল দ্বারা প্রফিট এবং স্টপ লস লেভের হিসেবে ব্যবহৃত হয়।

আরো বিস্তারিত জানার জন্য ক্যামারিল্যা লেভেল বইটি পড়তে পারেন।
সূত্র:-
-----
R4 = (H−L)×1.1/2+C
R3 = (H−L)×1.1/4+C
R2 = (H−L)×1.1/6+C
R1 = (H−L)×1.1/12+C
S1 = C−(H−L)×1.1/12
S2 = C−(H−L)×1.1/6
S3 = C−(H−L)×1.1/4
S4 = C−(H−L)×1.1/2
এখানে, R (রেজ্সিটেন্স), S (সাপোট), H (মাকেট হাই), L (মাকেট লো), C (মাকেট ক্লোজ) বাংলাদেশ ফরেক্স গ্রুপ:- Forex Mentor Bangladesh (FXMBD)

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.