ব্যস্ত শিডিউলের কারণে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’র সাফল্য উদযাপন করতে পারেননি রনভির। কিন্তু সুযোগ পাওয়া মাত্র ভালোই উপভোগ করলেন তিনি। সম্প্রতি দক্ষিণ মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে ‘রাম-লীলা’র কয়েকজন কলাকুশলীর সঙ্গে বিলাসবহুল ডিনার সেরেছেন তিনি। সঙ্গে ছিলেন বন্ধু ও সহশিল্পী দীপিকা এবং পরিচালক বনসালি।
মিডডের খবর অনুযায়ী, খাবার এবং পানীয় দিয়ে সবাই বেশ আনন্দের সঙ্গে উদযাপন করেছে ‘রাম-লীলা’র সাফল্য।
আর এই আনন্দের সব খরচ বহন করেছেন রনভির।
এক সূত্র জানিয়েছে, বনসালি চেয়েছিলেন দীপিকা এবং রনভিরকে ডিনারে নিয়ে যেতে। সেদিন রাত অনেক বেশি হয়ে গিয়েছিল, আর সকালেই রনভির ‘গুন্ডে’ সিনেমার শুটিংয়ের জন্য ওমানের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে যাওয়ার আগে রনভিরের সঙ্গে তারা সবাই দক্ষিণ মুম্বাইয়ের একটি হোটেলে যান এবং পাঁচ পদের খাবার খান।
সূত্রটি আরও জানায়, সন্ধ্যায় উপস্থিত সবাইকে আনন্দে মাতিয়ে রাখেন রনভির।
তিনি এবং দীপিকা খেতে খুবই পছন্দ করেন; তাই এই সুযোগে ইচ্ছেমতো খেয়েছেন দুজন। ডিনারের পরও অনেকটা সময় সবাই একসঙ্গে ছিলেন। এরপর যখন এল খাবারের বিল, তখন বনসালিকে রনভির অনুরোধ করলেন বিলটি না দেওয়ার জন্য। রনভির তাকে বলেন, ‘রাম-লীলা’ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিনেমা, আর এই খরচটি তিনিই বহন করতে চান।
পরে দুই লাখ রুপির সেই বিল পরিশোধ করেন রনভির।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।