আমাদের কথা খুঁজে নিন

   

শর্তহীন ভালবাসা (সনেট)



হে মানবী শর্তহীন ভালবাসা নয় মিছে, (ক) আবেগে উচ্ছ্বাসে তার সুনিপুণ অবতারণা,(খ) চতুষ্কোণ ঠেলে দিয়েছে মোরে দূরে নিয়ে দূর্ভাবনা;(খ) কত বিষন্ন রাত কেটেছে মোর পিছে।(ক) কত বিরহ স্মৃতি দিয়েছে উপহার,(ক) বৃথাই জীবন কেটেছে তার বিহনে,(খ) কত ব্যাঘাত কত যে আঘাত সহনে,(খ) চতুষ্কোণ স্মৃতিরা রোজ গেঁথেছে মালা ব্যর্থতার। (ক) (অষ্টক) সখী কভু তুমি সুখী হতে চাও যদি! (গ) দুঃখ গুলিকে চাপা দিয়ে অনুরাগে,(ঘ) অন্য কারে নিয়ে নতুন কুসুম বাগে,(ঘ) চতুষ্কোণ বহে সুখধারা শুকায় দুঃখ নদী। (গ) রাধাবিহনে কৃষ্ণ যেমন সংসারে; (ঙ) তুমি বিনে তেমনি দুখী এ প্রাণটারে। (ঙ) শ্লোক (ষটক)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।