আমাদের কথা খুঁজে নিন

   

অ্যানড্রইডের পর এবার আইফোনেও মিউজিক সেবা ‘অল অ্যাকসেস’ এনেছে সার্চ জায়ান্ট

অ্যানড্রইডের পর এবার আইফোনেও মিউজিক সেবা ‘অল অ্যাকসেস’ এনেছে সার্চ জায়ান্ট। ছয় মাস পর হলেও আইফোন ব্যবহারকারীরা বিনোদনভিত্তিক এ সেবা উপভোগের সুযোগ পাচ্ছেন। এ মুহূর্তে অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে।

এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ক্লাউডে আপলোড করা নিজেদের পছন্দের মিউজিক ভুবনেও উন্মত্ত হতে পারবে। মূলত অ্যাপের চরম প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্পটিফাই এবং রেডিও।

কিন্তু আইফোনে এ পর্যন্ত অল অ্যাকসেস ব্যবহারের সুযোগ না আসায় এ সেবা দুটির অনুরুপ বলা হয়নি এ অ্যাপকে। গুগল সূত্র জানিয়েছে, এ সেবা এখন আইওএস প্লাটফর্মের মাধ্যমে অগ্রসর করতে নতুন ব্যবহারকারীদের ৩০ দিন বিনামূল্যে উপভোগের সুবিধা দেওয়া হয়েছে। এরপর প্রতিমাসে ‘অল অ্যাকসসে’ ব্যবহারে খরচ হবে ৯.৯৯ ডলার। বলা হচ্ছে আইফোনে এ ধরনের উপস্থাপন চমৎকার হলেও অ্যানড্রইড ব্যবহারকারীদের দেওয়া প্রস্তাবের মতো নয়। কারণ অ্যানড্রইড সেবাটি চালুর সময় বিশেষ অফার হিসেবে প্রথম মাসে নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য ৭.৯৯ ডলার ঘোষণা দেয় গুগল।

কিন্তু গুগলের এ সুবিধা আইওএস ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য নয়।
প্রাপ্তিস্থানঃ http://tunemela.com/android/post-id/250/

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।