আমাদের কথা খুঁজে নিন

   

Skrill (Moneybookers)এ $১৬৫ (১৬৫*৭৮=১২৮৭০ টাকা) ধরা খাইলাম।

আসসালামু আলাইকুম, সন্মানিত টেকটিউনস ভাইদের দৃষ্টি আকর্যন করছি৷ আজ skrill (Moneybookers)এ $১৬৫ আমার ১২৪ এবং আমার বন্ধুর ৪১ ডলার (১৬৫*৭৮=১২৮৭০ টাকা) ধরা খাইলাম Md Rahat (Md Aornob Forex Facebook Name) নামক এক প্রতারক এর কাছে। সে ফোনে বলল আমি রংপুর থাকি আর আমি থাকি উত্তরায়। প্রথম এ সে আমাকে বলল যে আপনি আমাকে আগে ডলার পাঠাব না আমি আগে টাকা পাঠাব। আমি বললাম আমি ত আপনাকে চিনি না তাহলে আগে আমি কিভাবে পাঠাব সে বলল ঠিক সমস্যা নাই আমি আগে টাকা পাঠাব তারপর আপনি আমাকে ডলার পাঠাবেন। সে আমার বিকাশ অথবা DBBL Mobile banking এর Account no এবং কত টাকা পাঠাবে তা message দিতে বলল আমি তাকে আমার এক ফ্রেন্ড এর DBBL Mobile banking এর নম্বর দিলাম।

সে বলল আমি টাকা পাতাইতাছি আপনি ডলার রেডি রাখেন। আমি বললাম ঠিক আছে। কছুক্ষন পর সে বলল আমি টাকা পাঠিয়েছি আপনি ডলার দেন। যেহেতু টাকা আসলে মোবাইলে message আসবে তাই আমি বললাম ভাই টেনশন করেননা conformation message আসলে সাথে সাথেই ডলার পাঠিয়ে দেব। এর এক মিনিট এর মধ্যেই একটা conformation message আসলো যেহেতু এর মধ্যেই আরও দুইবার ফোন দিয়েছিল তাই আমি সাথে সাথেই তাকে ডলার পাঠিয়ে দিলাম।

screenshot

FB conversation


পরে আমার সেই বন্ধুটি balance চেক করে দেখে টাকা নাই। আসলে সেটা conformation message ছিলনা। সেটা ছিল conformation message এর অনরুপ একটি message যেটা অন্য একটা নম্বর ছিল যেটা DBBL এর যেই নম্বর থেকে message আসত সেই নম্বর এর মত। আজকাল যেহেতু বিভিন্ন নাম বা নাম্বার ব্যবহার করে online থেকে message পাঠানো যায় ( যেমন DeshSMS) তাই এরকম লেনদেন এর সময় কখনই balance check না করে লেনদেন করবেন না। পোষ্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যাতে আমার এবং আমার বন্ধূর মত দুই মাস কষ্ট করে ইন্টারনেটের উচ্চমূল্য পরিশোধ করে উপার্জিত অর্থ এক নিমিষেই শেষ হয়ে না যায়।

প্রতারক এর Mobile No: 01987-748350 FB ID https://www.facebook.com/md.aornobforex.5 বি: দ্র: পোষ্টটিকে কখনও অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না।   আর  skrill এর ডলার যদি ফিরিয়ে আনার কোন উপাই জানা থাকলে এই অধমকে জানাবেন প্লিজ।
My FB ID: https://www.facebook.com/arifmahabub

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।