আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম প্রেম !!!

তখন ক্লাশ নাইনে পড়ি...থ্রি কোয়াটার-হাফ প্যান্ট পড়ে রাস্তা ঘাটে ঘুরে বেড়াই...আর ক্রিকেট খেলি... তখন, প্রথম একটা মেয়ের প্রেমে পড়লাম... মেয়েটা গালর্স স্কুলে নাইনে পড়ত... প্রতিদিন রাস্তায় দাড়িয়ে থেকে মেয়েটার দিকে তাকিয়ে থাকতাম... শুধু তাকিয়ে থাকতাম...কথা বলার সাহস ছিলনা তখন !!! মেয়েটাও মাঝে মাঝে আড় চোখে আমার দিকে তাকাত...আমার ভীষণ লজ্জা লাগত !!! বন্ধুরা, আমাকে খুব জোরাজুরি শুরু করল মেয়েটাকে অফার করার জন্য... বুকে সাহস নিয়ে একদিন মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম... বলেই ফেললাম ভালবাসি...!! এরপর মেয়েটা যা বলল, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না !! কারণ এমন পরিস্থিতিতে আর কেউ কোন দিন পড়েছে বলে আমার জানা নাই !!! মেয়েটা নাকি ভেবেছিল, আমি ক্লাশ সিক্স-এ পড়ি !!!!!!! কারণ সে আমাকে অনেক বার থ্রি-কোয়াটার-হাফ প্যান্ট পড়ে ঘুরে বেড়াতে দেখেছে !! লজ্জায় আমি সেদিন লাল হয়ে গিয়েছিলাম !!!! কোন মতে পালিয়ে বেঁচে ছিলাম সেদিন...!! সেই কথা মনে পড়লে আজও লজ্জা লাগে...হাসিও পায় !! প্রথম প্রেমকে নাকি ভোলা যায় না... আমার প্রথম প্রেমের স্মৃতি অন্তত ভোলার নয় !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.