আমাদের কথা খুঁজে নিন

   

KMPlayer Advertisement বন্ধ করে দিন

যারা নতুন KM Player এর Advertisement system নিয়ে বেশ ঝামেলায় আছেন কিন্তু এটা বন্ধ করার কোন উপায় খুজে পাচ্ছেনা না তাদের জন্যই আজকে লিখতে বসলাম ।
 
KM player এর নতুন ভার্সনে অনলাইনে থাকা অবস্থায় অডিও/ভিডিও দেখলে সাইডে প্রায় অনেকখানি স্ক্রিন জুড়ে একটা এডভার্টাইজমেন্ট দেখায় যা একাধারে বিরক্তিকর এবং বেশ খানিকটা জায়গা এবং ডাটা ইউজ করে । এটা ব্লক করে দেওয়ার বেশ কয়েকটা পদ্ধতি আছে । KMP server ব্লক করে দিলে আর লোড হয়না, অথবা KMP media এর লিংক রেস্ট্রিকটেড করে দিলেও পেজ লোড হয়না । কিন্তু এর সবটাতেই KM player এর স্ক্রিন এর কিছুটা অংশ দখল করে নেয় যেটা বিরক্তিকর ।

আজকে এর কোন পদ্ধতিই আমি আলোচনা করবোনা । কারন দুটাই বেশ কঠিন আর এডভান্স লেভেল এর ইউজারদের জন্য ।

 
সহজ উপায় হলো এটাকে পুরাপুরি ভ্যানিশ করে দেওয়া ।
-এর জন্য আপানার কম্পিউটার এর C ড্রাইভের ‘rogram Files’ ফোল্ডার থেকে ‘The KMPlayer’ নামের ফোল্ডার টি খুজে বের করুন ।
-এর মধ্যে দেখুন ‘Logo’ নামের আরেকটি ফোল্ডার আছে যার মধ্যে কিছুই নাই ।


-কি এখনো খুজে পাননি ? তাহলে আপনার কম্পিউটার এর এড্রেসবারে লিখুন C:\Program Files\The KMPlayer\Logo লিখুন এবং Enter কি প্রেস করুন ।
-এখন বাকি কাজটা একদমই পানি পানি । -আপনার রাইট ক্লিক মেনু থেকে New/Text Document এ ক্লিক করে নতুন একটা ফাইল তৈরী করুন ।
-ফাইল টার চৌদ্দ গুষ্টির নাম পরিবর্তন করে নতুন নামকরন করুন index.htm ।
তারপরর……… তার আর পর নেই নেই কোন ঝামেলা ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।