আকাশ ছুঁয়ে দেখি তথ্যসূত্র:দি ঢাকা টাইমস্
মধ্যপ্রাচ্য,ইউরোপসহ পৃথিবীর প্রচুর দেশে হিন্দি মুভির আছে এক বিশাল বাজার। তবুও দীর্ঘ দশ বছর ইসরাইলে ভারতীয় কোন মুভি প্রদর্শিত হয়নি। সেই খরা কাটাতে দীর্ঘ দশ বছর পর আবার সেখানে প্রদর্শিত হতে যাচ্ছে রণবীর কাপুর ও দীপিকা পাডুকন অভিনীত মুভি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’।
ইসরাইলে শেষ ভারতীয় মুভি মুক্তি পেয়েছিলো দশ বছর আগে, শাহরুখ খান অভিনীত ‘দেবদাস’(২০০২)| বিগত দশক গুলোতে কেন ইসরাইলে বলিউডের মুভি মুক্তি পায়নি সে বিষয়ে জানতে চাওয়া হলে ইরোস ইন্টারন্যাশনালের ব্যবসা মালিক সমিতির প্রেসিডেন্ট কুমার বলেন–সেখানে এখন পর্যন্ত তেমন কোন ভালো পরিবেশক পাওয়া যায়নি এবং মুভির প্রিন্টিং কাজও খুব ব্যয়বহুল ছিল। এই সীমাবদ্ধতার কারণে এত বছর মুভি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
আগে শুধু ইসরাইলে কিছু ভারতীয় চ্যানেল এবং ডিভিডিই ছিল বলিউডের মুভি দেখার একমাত্র উপায়।
কুমার বলেন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ মুভিটি ভারত এবং ইসরাইলে একই দিনে মুক্তি পেতে যাচ্ছে। ইসরাইলে বসবাসরত ভারতীয় নাগরিকদের কথা মাথায় রেখেই উনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কেননা সে দেশেও ভারতীয় মুভির বেশ চাহিদা রয়েছে। আশা করা যায় সেখানে ব্যবসা সফল হবে এই চলচ্চিত্রটি। চলচ্চিত্র পরিচালক আয়ান মুখার্জি মুভিটি সে দেশের দর্শকদের জন্য হিব্রুতে ডাবিং করেছেন।
সেখানকার টেলিভিশন চ্যানেল গুলোতে বিজ্ঞাপন হিসেবে প্রচারের ব্যবস্থা করেছেন সেই মুভির উল্লেখযোগ্য অংশবিশেষ।
বিস্তারিত পড়ুন:রণবীর-দীপিকা পাডুকনের মুভি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তি পাচ্ছে ইসরাইলে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।