আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। আগেই বলে নেই আমি এমবিবিএস ডাক্তার না, দাঁতের ডাক্তার, কিন্তু পিএলআইডি এর একজন ভুক্তভোগী।
যখন আপনার ইন্টারভারটিব্রাল ডিক্স ডিসলোকেটেট হয়ে আপনার স্পাইনাল কর্ড এর উপর চাপ দেয় এবং স্পাইনাল কর্ড এর ক্যানেল বন্ধ করে দেয় তখন তাকে পিএলআইডি বলে।
আমার সমস্যা গুলো br />
১) মুল সমস্যা ছিল বাম পা এ । কিছুক্ষণ হাটলে পা ঝিমঝিম করতো ।
২) পিন ফুটানোর ব্যাথা হতো ।
৩) চলাফেরা সিমিত হয়ে যায় ।
৪) যে কোন পাএ ই হতে পারে ।
৫) ব্যাক পেইন বা পিঠ ব্যাথা হবেই ।
কেন হয়?
১) ওয়েট লিফটিং, জিম যারা করেন. তারা সাবধান ।
২) জোরে হাচচো দিলে ।
৩) জোরে কাশি দিলে ।
৪) সঠিক ভাবে না বসলে ।
আমি নয় বছর ধরে ভুগেছি । তার পর গত 2 তারিখ অপারেশন হলো পপুলার ডায়াগনস্টিক সেন্টারে । অপারেশন করেছেন ডাঃ কনক কান্তি বরুয়া । ৮ তারিখ বাসায় আসলাম ।
এখন আলহামদুলিল্লাহ ভাল আছি । ধন্যবাদ ।
কিছু তথ্য :-
১) MRI আগারগাও এ national institute of neurosciences & hospital থেকে করা ভাল । ওদের MRI মেশিন টা নতুন । খরচ একটু বেশি ।
২) অপারেশন করতে প্রায় ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা লাগে । ড্যাম ...
৩) ছোট্ট অপারেশন । যাদের সমস্যা টা হয় তাদের দেরী না করাই ভাল । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।