আমাদের কথা খুঁজে নিন

   

অধ্যবসায় না থাকলে টেকা যায় না

লালন গানে অ্যালবামটির কি খবর?

অ্যালবামটির কাজ শেষ করেছি অনেক আগেই। অ্যালবামটি কবে প্রকাশ হবে তার ভালো বলতে পারবে বেঙ্গল ফাউন্ডেশন। অ্যালবামের নাম রাখা হয়েছে 'কোন কালে তোর হবে দিশে'। লালনের অপ্রচলিত আটটি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। শ্রোতারা আমার কণ্ঠে অনেক ধরনের গান শুনেছে।

আর এ অ্যালবামটি প্রকাশের মধ্য দিয়ে শ্রোতারা নতুন কিরণ চন্দ্রকে খুঁজে পাবে। এটি বাজারে আনছে বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে।

বাউলিয়ানা অনুষ্ঠানের কি খবর?

এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ থেকে কিছু লোকজ গানের শিল্পী বের করে আনব। মাছরাঙা টেলিভিশনের উদ্যোগটি অনেক ভালো। আমারা আশা করছি, এ দেশে কয়েকটি ভালো লোকজ গানের শিল্পী উপহার দিতে পারব।

এ সব নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক শিল্পী আসে কিন্তু টিকে থাকতে পারছে না কেন?

পরিচিতি দিয়ে শুরু করা যায় কিন্তু টিকে থাকতে হবে নিজের যোগ্যতায়। ঈশ্বর প্রদত্ত কণ্ঠদিয়ে আপনি শুরু করতে পারবেন কিন্তু সে কণ্ঠের চর্চা না করলে আপনি হারিয়ে যাবেন। বিভিন্ন প্রতিযোগিতা থেকে কণ্ঠশিল্পীরা বেড়িয়ে তারা মনে করে তারা শিল্পী হয়ে গেছে। কিন্তু না। শিল্পীসত্তা যদি অন্তরে ধারণ না করা যায়, তবে সে শিল্পী হতে পারবে না।

আমাদের সংগীতাঙ্গন থেকে লোকজ গান কমে যাওয়ার কারণ কি বলে আপনি মনে করেন?

গত দুই ঈদে আমাদের বিভিন্ন অডিও প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে প্রায় শতাধিক অ্যালবাম। কিন্তু কয়টি লোকজ গানের অ্যালবাম প্রকাশ হয়েছে বলতে পারবেন? আমাদের দেশের অডিও প্রতিষ্ঠানগুলো মনে করে রেদেমিক গান দিয়েই আমাদের অডিও শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে। কিন্তু না। আমাদের বাংলাদেশের শিকড়ের গান কিন্তু এগুলো না। আমাদের শিকড়ের গান হচ্ছে লোকগীতি, লালন, বাউল, ভাটিয়ালি ইত্যাদি।

শিকড় ভুলে গেলে তো আমাদের হবে না। আমরা মাঝে মাঝে শুনতে পাই অডিও প্রতিষ্ঠানগুলো নতুন শিল্পীদের এসব লোকজ গান করতে নিরুৎসাহিত করে। এটি করা উচিত নয়।

চলচ্চিত্রে আগের মতো লোকজ গান দেখা যায় না কেন?

ওই একই কারণ। বর্তমান সময়ের পরিচালকরা মনে করেন, চলচ্চিত্রে লোকজ গান ব্যবহার করলে শ্রোতারা তা গ্রহণ করবে না।

কিন্তু একটা সময় লোকজ গান ছাড়া একটি চলচ্চিত্রের কথা চিন্তাই করা যেত না।

দেশের বাইরে যাচ্ছেন কবে?

ডিসেম্বরে কাতার ও কলকাতায় দুটি স্টেজ শো আছে। এছাড়া ৩০ নভেম্বর এশিয়ান টিভিতে একটি লাইভ অনুষ্ঠানে গান গাওয়ার কথা আছে।

* আলী আফতাব

 

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।