আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ে হত্যায় দোষী সাব্যস্ত বাবা-মা

ঢাকা: নিজের মেয়ে হত্যার ঘটনায় দোষীসাব্যস্ত হয়েছেন ভারতের এক দম্পতি। ২০০৮ সালে গৃহকর্মী হেমরাজ ও নিজের মেয়ে আরুশিকে হত্যা করেন নুপুর ও রাজেশ তালওয়ার। আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা দেবে আদালত।

সোমবার আদালতে রায়ে তাদেরকে দোষী সাব্যস্ত করার সময় মূর্ছা যান নুপুর ও রাজেশ। তাদের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, যে অপরাধ আমরা করিনি সেই অপরাধে দোষী সাব্যস্ত করায় আমরা খুবই হতাশ, বেদনাহত এবং উদ্বিগ্ন।

আমরা পরাজিত হয়েছি এটি মনে করিনা এবং ন্যায় বিচারের জন্য আমরা এগিয়ে যাব।

মামলাটি নিয়ে বেশ বিব্রত কর পরিস্থিতির সৃষ্টি হয় ভারতে। হত্যাকাণ্ড তদন্তকারীরা স্বীকার করেছেন, তালওয়ার দম্পতির বিরুদ্ধে কোনো ময়নাতদন্ত বা বস্তুগত কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি ২০১০ এ বিচারের নিষ্পত্তির জন্য আবেদনও করেছিল তদন্তকারীরা। কিন্তু বিচারক তদন্তকারীদের বক্তব্য প্রত্যাখ্যান করে দম্পতির বিচার চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

২০০৮ সালের ১৬ মে রাজেশ পুলিশকে জানিয়েছিল, আরুশিকে তার বিছানায় মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.