আমাদের কথা খুঁজে নিন

   

শাকদিয়ে মাছ ঢাকা বঙ্গবাসীর কিচ্ছা কাহীনি



দেশ বদলাইতে গেলে শাক দিয়ে মাছ ঢাকা বাদ দিয়ে নিজেকে ঠিক হতে হবে এবং অন্যকে এব্যাপারে প্রেষনা দিতে হবে। বাজারে দেশীয় সীম টেলিটক আছে মাগার চুতিয়া বঙ্গবাসী জিপি,এয়ারটেল,বাংলালীংকে মাতোয়ারা ইভেন আমি নিজেও। দেশীয় ইলেকট্রনিক্স মার্কেটে ওয়ালটন পা রাখার পরেও সিম্ফনি,স্যামসাং,নকিয়া,ম্যাক্সিমাস।সনি টিভি & ফ্রিজ,এলজি টিভি & ফ্রিজ ওয়ালটন বাইক বাদ দিয়ে ডিসকভার,পালসার,হোন্ডা এমনকি সাবান,শ্যাম্পু সব বিদেশি।দেশে বিকল্প না থাকলেও একটা কথা ছিল আর এর যত দোষী "সরকার" প্লেটো একরা কথা বলেছিল- "যেমন রাজা তেমনি তার প্রজা আবার যেমন প্রজা তেমনি তার রাজা" আরে মিঞা তোমার (দেশবাসি) ডিমান্ড বিদেশি প্রোডাক্ট তো সরকারকি মাটি খুইড়া বিদেশি মাল বাইর করবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.