তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা দলটির। আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে তারা।
‘জি’ গ্রুপে পাঁচ ম্যাচ থেকে আতলেতিকোর সংগ্রহ ১৩ পয়েন্ট। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জেনিত। গ্রুপের অন্য দুই দল পর্তুগালের পোর্তো (৪ পয়েন্ট) ও অস্ট্রিয়া ভিয়েনা (১) একটি ম্যাচ কম খেলেছে।
জেনিতের মাঠ পেত্রভস্কি স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৩ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড আদ্রিয়ান লোপেজের গোলে এগিয়ে যায় আতলেতিকো।
৭৪ মিনিটে বেলজিয়ান ডিফেন্ডার টোবি অল্ডারভেয়াল্ডের আত্মঘাতী গোলে সমতা নিয়ে আসে স্বাগতিক দল।
এরপর অনেক চেষ্টা করলেও জেনিতের রক্ষণদুর্গে ফাটল ধরাতে পারেনি ২০০৯-১০ ও ২০১১-১২ মৌসুমের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতলেতিকো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।