আমাদের কথা খুঁজে নিন

   

সিলডিয় কোটা বন্ধের মিচকা বুদ্ধি :প

জীবন নিংড়ানো রস ! তিক্ততায় ভরা !!!

সিলেটে শাবিপ্রবি এর পর আর কোন বিশ্ববিদ্যালয় হবে না এই ব্যাপারে আমি নিশ্চিত। আর হওয়াও উচিৎ না। বাংলাদেশের সব অর্থমন্ত্রিরা বা আবুল মাল চাইলেও হওয়া উচিৎ না। তবে এইটা ঠিক যে, সিলডিরা এই অনৈতিক দাবি করে ''শুধু নিজেদের ক্ষতিই করলনা বরং খাল কেটে কুমীর আনল যেই কুমীরের পীঠে খাজ কাটা খাজ কাটা.........। '' এই কোটা বন্ধে সরকার কয়েকটা কাজ করতে পারেঃ ১।

দেশে বিসিএস বা অন্যান্য ক্ষেত্রে চলমান সব কোটা (উপজাতি, প্রতিবন্ধী ছাড়া) বন্ধ করে বলতে পারে, দেশে কোন কোটাই চলবে না। ২। যেহেতু সিলডিরা চাচ্ছে ৫০% সিলডি পড়বে শাবিপ্রবিতে তাই শাবিপ্রবি ছাড়া দেশে বাকি সব বিশ্ববিদ্যালয় থেকে সিলডিদের ভর্তি বাদিল করে হেতেগো কিছু বুঝানোর চেষ্টা করা ৩। এটাও করা যেতে পারে সিলডিদের যেহেতু এত বিশ্ববিদ্যালয়ে পরার শখ আর হেতেগো তো টাহার অভাই নাই তাই সরকার শাবিপ্রবির জন্য বরাদ্দ করা টাকার অর্ধেক করে দিয়ে বাকি টা সিলডিদের কাছ থেকে নিতে পারে। ৪।

অথবা চলমান যে সিট আছে তাকে দিগুন করে দিতে যে অর্থ খরচ হয় তা সিলডের মেয়র, মন্ত্রী আর লন্ডনীদের আছ থেকে নিতে পারে এবং এতে ভর্তিকৃত ৫০% ভাগের খরচ সরকার নয় নিজস্ব (সিলডিয়) অর্থায়নে চলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.