ভোরের জলাশয়ে ডুবে থাকা /আত্মপ্রবঞ্চক রোদের কফিন নিয়ে এসেছি /আমার পাঁচ ফুট আট ইঞ্চি দেহের /শেষকৃত্যে চিৎকার করে আবৃত্তি করি /'ঈশ্বর একাকী তাই বিষাদ্গ্রস্থময় /আমি কেন বিষন্ন হবনা' কাভারে পড়ে আছে নিথর শরীর শিয়রের সুগন্ধী মাখা মায়াবী চোখ তুমি নেই ভেসে ভেসে খবর এসেছে ধূসর বাতিতে মৃদু বিকেলের শুন্য শালিক। এভাবেই নেই নেই নতজানু হাহাকার ভরে আসে নগরীর উলঙ্গ ছাদে জানালায় জানালায় সব চোখ শেষ হয় আলোতে অন্ধ চোখে জোনাকীর শব তুমি নেই ভেসে ভেসে খবর এসেছে ধূসর বাতিতে কাভারে পড়ে আছে নিথর শরীর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।