আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাবগুলোর জন্য এবারও বড় অনুদান বিসিবির

আগে প্রতিবছর ৬-৭ লাখ টাকার একটা অনুদান পেত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্লাবগুলো। বিপিএলের ধাক্কায় টাকার অঙ্কটা এক লাফে চলে গেল ২৫-৩০ লাখে।
প্রথম বিপিএলের বছরের মতো এবারও ক্লাবগুলোর অন্যায় আবদার মানতে বাধ্য হচ্ছে বিসিবি। কাল নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, আগেরবারের মতো এবারও সুপার লিগে ওঠা ছয় দলকে বিসিবি ৩৫ লাখ টাকা করে অনুদান দেবে। আর সুপার লিগে উঠতে না পারা বাকি ছয় দল পাবে ২৫ লাখ টাকা করে। এবার প্রিমিয়ার লিগ শুরুর আগেই টাকাপয়সা নিয়ে বোর্ডের সঙ্গে অনেক দিন দেনদরবার চলেছে ক্লাবগুলোর।
বিসিবির কালকের সভায় জাতীয় দলের প্রয়াত ক্রিকেটার ও বিসিবির বিভাগীয় কোচ শেখ সালাউদ্দিনের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।