আমাদের কথা খুঁজে নিন

   

ভিদালের হ্যাটট্রিকে ঘুরে দাড়ালো জুভেন্টাস

‘বি’ গ্রুপের অপর খেলায় গালাতাসারাইকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলর টিকেট নিশ্চিত করেছে রেকর্ড নয়বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
প্রথম চার ম্যাচের একটিতে হার ও তিনটিতে ড্র করে শেষ ষোলতে খেলার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল ঘরোয়া লিগের সফলতম দল জুভেন্টাসের। তাই পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বুধবার জয়ের বিকল্প ছিল না তাদের।
সে লক্ষ্যে জুভেন্টাস স্টেডিয়ামে শুরু থেকেই বেশ গোছানো ফুটবল শুরু করে স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ কাজে লাগাতে পারেননি ফরাসি মিডফিল্ডার পল পোগবা।

১১ মিনিটে দলকে এগিয়ে নিতে ব্যর্থ হন আর্জেন্টিনার স্ট্রাইকার কার্লোস তেভেসও।
অবশেষে ২৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় জুভেন্টাস। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন চিলির মিডফিল্ডার ভিদাল। ডি বক্সের মাঝে অতিথি ডিফেন্ডার লার্স জ্যাকবসেন হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেরি আর বর্তমান চ্যাম্পিয়নরা।


দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে জুভেন্টাসকে হতাশ করে সমতাসূচক গোল করেন ডিফেন্ডার ওলফ মেলবার্গ। ফলে আরো একটি অঘটনের শঙ্কায় কেপে ওঠে স্বাগতিক শিবির। তবে খানিক বাদেই জোড়া গোল করে সে শঙ্কা দুর করেন ভিদাল। ৬১ ও ৬৩ মিনিটে করা তার গোল দুটির প্রথমটিও সফল পেনাল্টির সুবাদে। পোগবার ক্রস থেকে হেডে অপর গোলটি করেন তিনি।


এক ম্যাচ বাকি থাকতে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে রিয়াল। দ্বিতীয় স্থানে উঠে আসা ইতালির জুভেন্টাসের পয়েন্ট ৬। তুরস্কের গালাতাসারাই ও ডেনমার্কের কোপেনহেগেনের পয়েন্ট সমান ৪ হলেও মুখোমুখি লড়াইয়ের গোল ব্যবধানে এগিয়ে গালাতাসারাই।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.