বুধবার রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, অবরোধের প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অবরোধকারীরা পেট্রোল ঢেলে একটি লেগুনায় আগুন দেয়। এতে গুরুতর আহত হন চালক মোজাম্মেল।
পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক আসলাম শিকদার জানান, মোজাম্মেলের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এর আগে মঙ্গলবার খিলগাঁও তিলপাপাড়ায় অবরোধকারীদের ছোড়া বোমায় আহত ন্যাশনাল ব্যাংক কর্মচারী আনোয়ার বেগম (৪৫)। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এ নিয়ে ১৮ দলের অবরোধের মধ্যে রাজধানীতে দুজনের মৃত্যু হলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।