ত্রিমাত্রিক গতি শনাক্তকরণ প্রযুক্তি বানাতে দক্ষ ইজরায়েলি প্রতিষ্ঠান প্রাইমসেন্সকে কিনে নিল টেক জায়ান্ট অ্যাপল। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের কাইনেক্ট সেন্সর এবং মোবাইল প্রযুক্তির উন্নয়নের জন্যই প্রাইমসেন্স পরিচিত।
প্রাইমসেন্স কোম্পানিটি সম্প্রতি অ্যাপলের সঙ্গে করা চুক্তির কথা নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
মালিকানা হস্তান্তরে আর্থিক লেনদেন নিয়ে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু না জানালেও প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটিকে ৩৬ কোটি ডলারের বিনিময়ে কিনে নিয়েছে অ্যাপল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।