জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. জিয়া উদ্দিন সরদার জানান, লাইনচ্যুত বগি ও রেললাইন মেরামত শেষে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে জয়দেবপুর থেকে একটি কমিউটার ট্রেন জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এরপর জয়দেবপুরে অপেক্ষমান যমুনা ও ভাওয়াল এক্সপ্রেস ট্রেনসহ অন্যান্য ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানান তিনি।
নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার ভোর ৬টা থেকে সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
এরপর ওই দিন রাত সোয়া ১০টার দিকে শ্রীপুরের বনখড়িয়া এলাকায় লাইনচ্যুত হয় অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন ও পাঁচটি বগি। রেললাইনের ফিসপ্লেটের নাট-বোল্ট এবং প্রায় ২৫০টি পিন খুলে রাখায় ট্রেনটি লাইনচ্যুৎ হয় বলে কর্মকর্তারা জানান।
ওই রাত ৩টা থেকে ট্রেনের বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শুরু হয়।
রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মাস্টার এস এম মফিজুর রহমান জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী তিস্তা এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস ও কমিউটারসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রাজেন্দ্রপুরে রেললাইনে নাশকতার ঘটনা তদন্তে চার সদস্যের একটি করেছে সরকার। তিন কর্মবিসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।