মার্চ মাসের ১২ দশমিক ১ শতাংশ বেকারত্ব এপ্রিলে বেড়ে ১২ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। বেকারদের বেশিরভাগই তরুণ বলে জানিয়েছে বিবিসি।
ইউরোজোনের ১৭টি দেশে বাড়তি ৯৫ হাজার মানুষ চাকরি হারিয়েছে। এ নিয়ে বেকারের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটিতে।
অর্থনৈতিকভাবে অস্থিতিশীল দেশ গ্রিস ও স্পেনে বেকারত্বের হার এখন ২৫ শতাংশ ছাড়িয়ে গেছে।
আর সবচেয়ে কম বেকার এখন অস্ট্রিয়ায়; ৪ দশমিক ৯ শতাংশ।
ইউরোপীয়ান কমিশনের পরিসংখ্যান কার্যালয় ‘ইউরোস্ট্যাট’ জানায়, জার্মানিতে ৫ দশমিক ৪ শতাংশ এবং লুক্সেমবার্গে ৫ দশামিক ৬ শতাংশ মানুষ বেকার রয়েছে।
ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্সে এপ্রিল মাসে বেকারত্বের হার নতুন করে বেড়েছে। তরুণ বেকারদের নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে।
এপ্রিলে ইউরোজোনে ২৫ বছরের কম বয়সী ৩৬ লাখেরও বেশি তরুণ বেকার হয়েছে।
এতে করে বেকারত্বের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪ শতাংশে।
ইতালি সরকারের তথ্যানুযায়ী, সেদেশের ৪০ দশমিক পাঁচ শতাংশ তরুণ এখন বেকার। এপ্রিল পর্যন্ত ১২ মাসে ইউরোজোনে ১৬ লাখ মানুষ চাকরি হারিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।