আমরা অনেকেই সুইডিস শিখতে চাই, জার্মান শিখতে চাই, ফ্রেঞ্চ শিখতে চাই, ডেনিশ শিখতে চাই। আর এসবই ইংলিশ না শেখার জন্য - আই মিন IELTS এভয়েড করার জন্য। হাহাহা। সারাজীবন ধরে ইংলিশের সাথে যুদ্ধ করছি। সে-ই নার্সারী থেকে শুরু - এ বি সি ডি; আর পারছি না গুরু।
বাংলার পরে আপনি সবচেয়ে বেশি পড়েছেন বা জানেন কোন ভাষা? স্কুল জীবনের প্রথম দিন থেকে বাংলা ছাড়া আপনি পড়েছেন আর কোন ভাষা? হ্যাঁ, ইংরেজি। আর সেই ইংরেজি থেকে পলায়নের জন্য আপনি এমন ভাষা খুঁজছেন, যার একটা শব্দও কখনো শোনেননি। যাই হোক, অনেকে জানতে চান আমি কি সুইডিসে পড়ালেখা করতে পারব বা জার্মান শিখলে আমার কি IELTS ছাড়া এডমিশন হবে? মজার প্রশ্ন। সত্যিই অনেক মজার। ব্যাপারটা এমন - চট্টগ্রাম থেকে হেঁটে ঢাকা যাব তবুও ঐ ভয়ংকর বাসে উঠবো না।
তো হাটুঁন - আমার কি? আমি তো এমনিতেই তেল না পোড়ানোর পক্ষে। আই মিন পরিবেশবাদী। তেলও বাঁচবে - পরিবেশও রক্ষা হবে। তো ভাই, আপনারা হাঁটতে থাকেন, আমিও আছি পিছনে। একদিন শিওর পৌঁছবেন।
ঝোলঝাল সব জায়গায়ই আছে কিনা! আপনাদের হন্টনপ্রক্রিয়ায় সামান্য উৎসাহ যোগাতে আমার এই ছোট্ট আয়োজন।
# আপনি যদি ইংরেজিতে ব্যাচেলর কমপ্লিট করেন- অনেক দেশে বিনা IELTS এ যেতে পারবেন।
# আপনার ব্যাচেলন মেজর যদি ইংরেজি ভাষা বা সাহিত্য হয় অনেক দেশে IELTS ছাড়া যেতে পারবেন।
# কিছু কিছু ইউনিভার্সিটি আরো কিছু সাবজেক্টের স্টুডেন্টদের জন্য ইংরেজি ভাষা দক্ষতার প্রমান মওকুফ করে। যেমন, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, ফার্মেসি, টেকনোলজি ( কারণ এসব বিষয়ে সাধারনত ইংরেজিতে পড়ানো হয়)।
# আপনি যদি এমন ইউনিভার্সিটির ছাত্র হোন, যেখানে পড়াশোনার একমাত্র মাধ্যম ইংরেজি। তবে তা আর্ন্তজাতিক মানের (!) ইউনিভার্সিটি হতে হবে (এক বিল্ডিংয়ে দুই ভার্সিটি হলে হবে না)।
# আপনি যদি কিছু ক্রেডিট ( কোন কোন দেশ একবছর চায়) ইংলিশ স্পিকিং কোন দেশে করে থাকেন, তবে আপনিও পরিবেশবাদী হতে পারেন।
# আপনার ইউনিভার্সিটির সাথে যদি বিদেশের কোন ইউনিভার্সিটির খাতির থাকে ( আই মিন একচেঞ্জ প্রোগ্রাম), তবে জামাই আদর পাবেন।
আর আপনি যদি উপরের কোন ক্যাটাগরীতেই না পড়েন- তবে আল্লাহর ওয়াস্তে থামেন।
হাঁটতে হাঁটতে ঠ্যাং ভেঙে ফেললেও কাজ হবে না।
শেষ কথা হলো, আপনি IELTS করলে আপনার সামনে একশটা দরজা খোলা হবে। চয়েস থাকবে আপনার হাতে। মাত্র কিছুদিনের পরিশ্রম আর ইচ্ছাশক্তিই যথেষ্ট। আর নইলে আপনার পথ হবে কঠিন, চয়েস থাকবে সীমিত।
ধরনা দিতে হবে সবার দুয়ারে, খরচ হবে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত। সবশেষে উচ্ছিষ্ট পথই হবে আপনার ঠিকানা। কারণ আপনাকে সেই সব পথ বেছে নিতে হবে- যোগ্যতা থাকলে যা কেউ বেছে নেয় না। সিদ্ধান্ত আপনার হাতে। কষ্ট করুন - সফল হবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।