স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়।
এক চোকরার বিয়ে করার বড় শখ। কিন্তু কিছুতেই হয়ে উঠছে না।ওদিকে ওদের পরিবারে একমাএ শ্রী হনুমানের পূজা হয়- অন্য কোনো দেবতা সেখানে কল্কে পান না- তাই এিসন্ধ্যা তাঁরই পূজা করে আর কাকুতি-মিনতি করে,"হে ঠাকুর, আমর একটি বউ জুটিয়ে দাও"।ওদিকে এরকম ঘ্যানর ঘ্যানর শুনে হনুমানের পিওি ছটে গিয়েছে।শেষটায় একদিন সপ্নে দর্শন দিয়ে হুঙ্কার দিলেন," ওরে বুদ্বু,বউ জদি জোটাতে পারতুম,তবে আমি নিজে বিয়ে না করে CONFIRMED BACHELOR হয়ে রইলাম কেন?
(রম্য রচনা-সৈয়দ মুজতবা আলী)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।