কেউ কি ভায়া জানেন
আই,ইউ,টির পোলাপাইনের তোপের মুখে বিশিষ্ট বলোগার ও বাংলাদেশ এন্টি-ইসলাম গ্রুপের হিজড়ায়ে আমীড় আসিফ মহিউদ্দীন খোয়াড়।
সংবাদ সম্মেলনে আসিফ বলেন, ভাই জেল থিকা বাইর হইয়া আমি ভিটামিনের আভাবে ভুগতাছি, দুই একটা বেফাস কথা বাইর হইতেই পারে। খুব শখ ছিল আই,ইউ,টিতে ভর্তি হমু কিন্তু ভর্তি পরীক্ষা দিয়া বুজলাম আমি পোলাই না। তারপর ট্রাই মারলাম ইডেনে, সেইখানেও কিছু হইলা না। কুমুদিনী তে মেডিকেলে পড়তে চাইলাম, সেইখানেও আমারে ফরেন চেক কইরা বাদ দেয়া হইল, what is wrong with this country? আমার কি সখ আল্লাদ বলতে কিছু নাই।
আবেগঘন কণ্ঠে আসিফ বলেন, মনে বড় সখ ছিল আই,ইউ,টির এ্যারাবিয়ান আর আফ্রিকানদের সাথে ঘনিষ্ট মিলামিশা করব। উনাদের কথা মনে হইলে এখনও আমার বুক দুরুদুরু করে।
চোখ মুছতে মুছতে আসিফ আরো বলেন, আই,ইউ,টিতে একবার প্রবেশের সময় আমি গেটে আনসারদের কাছে ধরা খাই। তারা আমারে সারারাত ক্যাম্পে আটকে রাখে। বোর্ডবাজারের আনসার গুলান বরই খবিশ আর আনাড়ী।
এদের থাইকা কাশিমপুর জেলের কয়েদী গুলান বহুত দিলওয়ালা ছিল। উনারা আন্তত দিনে দুই দুইবারের বেশী শরীরে হাত দিত না।
এরপর উনি বলেন, ভাই নাহয় আই,ইউ,টি নিয়া দুই-চাইরটা বেফাস কথা কইছি তাতে কি। আপনারা আমার জন্যে দুয়া করবেন। জেল থিকা বাইর হইয়া এখনও আমি চিয়ারে দুই বালিশ ছাড়া বসতে পারি না বেদনা লাগে, শক্ত কিছু খাইতেও পারি না।
বড়ই শরমের সমস্যা।
এই সময়ে তার মোবাইল রিংটোনে বেজে উঠে
I wanna Dance with Harry Dean
Drive through Texas in a black limousine
I want a piece of heaven before I die
I wanna pair of pink high heels
That catch the lights up on the Ferris wheel
[ গল্পের সকল চরিত্র দুঃচরিত্র কাল্পনিক। বাস্তবে কাহরো সাথে মিলে গেলে লেখক দায়ী নয় ]
"গাজীপুরে একটি ইসলামিক বিশ্বমাদ্রাসা রয়েছে। মাদ্রাসাটির নাম যদিও বিশ্ববিদ্যালয় বলা হয়, তবে সেটি কোনমতেই বিশ্ববিদ্যালয় হতে পারে না। আমার কিছু বন্ধু সেখানে পড়ালেখা করতো, সেখানে গিয়েছিলাম কয়েকবার।
দেখেছিলাম, সেই বিশ্বমাদ্রাসাটিতে কোন বিধর্মীর পড়ালেখার সুযোগ নেই, কোন নারীর পড়ালেখার সুযোগ নেই। এখন কী অবস্থা আমি জানি না, তবে সে সময় ছাত্রদের রীতিমত নামাজ রোজা ইত্যাদির জন্য বাধ্য করার চেষ্টাও হতো। শুধু মুসলমান পুরুষের জন্য বিশ্ববিদ্যালয় হতে পারে না, বিশ্ববিদ্যালয় কনসেপ্টই এর সাথে যায় না। বিশ্ববিদ্যালয় হতে হয় মুক্ত, ধর্মীয় এবং লৈঙ্গিকভাবে যেখানে ছাত্রদের বিবেচনা করা হয়, সেখানে শিক্ষার্থীরা আসলে কী শিখবে?" -আসিফ মহিউদ্দীন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।