ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার হিঙ্গেরপাড়া গ্রাম থেকে অপহৃত কাপড় ব্যবসায়ী নিখিল হালদারকে পুলিশ দুইদিনেও উদ্ধার করতে পারেনি। বুধবার মধ্যরাতে অস্ত্রধারীরা নিখিলকে অপহরন করে।
অতহৃত নিখিলের স্ত্রী অঞ্জলী হালদার জানান, অপহরণের পর থেকেই সন্ত্রাসীরা মোবাইলে মামলা বা পুলিশকে জানাতে বারণ করেছে। তারা ১০ লাখ টাকা পেলে নিখিলকে মুক্তি দেবে বলে জানায়।
হরিনাকুন্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, হিঙ্গেরপাড়া গ্রামের নিরাপদ হালদারের ছেলে পুরাতন কাপড় ব্যাবসায়ী নিখিলকে অপহরণের কথা পুলিশকে কেউ জানায়নি।
এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিখিলের বাড়িতে যায়। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে তারা কোন রকম তথ্য দিতে চাচ্ছে না। অপহৃত নিখিলকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী চালাচ্ছে।
পুলিশের একটি সুত্র জানায়, চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা এলাকার সন্ত্রাসীরা নিখিলকে অপহরন করতে পারে। এ ব্যাপারে হরিনাকুন্ডু থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।