আমাদের কথা খুঁজে নিন

   

*** প্রিয় বন্ধুর চিরবিদায় ***



এইতো সেদিন তোর সাথে হয়েছিলো আমার দেখা আজ কেন তুই নিরব বলনা বন্ধু আমার সাথে কথা। আমাকে তুই খুব ভালোবাসতি আমিও বাসতাম তোকে পালিয়ে কোথায় যাবি নিতে হবে আমাকেও তোর সাথে। আমি মেনে নিতে পারি না সব ছেরে তুই চলে যাবি ওপারে আমি বাকরুদ্ধ চোখের জলে সিক্ত আয় না একবার ফিরে। রাস্তায় যখন ঘুরতে যেতাম সাথে থাকতি তুই আগলে রাখতি ছায়ার মত আজ সে দুঃখ কেমনে সই। একটু খানি জ্বর যদি উঠতো আমার গায় খবর পেলেই চলে আসতি গভীর ভালোবাসায়।

জানি না আমি কি হলো ব্যাধি কেড়ে নিলো তোর প্রাণ বুঝিনেরে আগে তোর জীবনে আসবে এমন তোফান। আমার কষ্ট হতো না তোর সহ্য ,তাই ধরিতাম হাঁসির ভান ঠিকই বুঝে নিতে যে তুই ,করিতে সমাধান। রাগ করে কতদিন আমি যাইনি তোর বাসায় sorry বলে কেঁদে কেঁদে তুই জরিয়ে ধরলি রাস্তায়। সকল রাগ এক নিমিষেই মুছে আমার গেলো মুছকি হাঁসি হেঁসে বললাম রাগটাই মিছে ছিলো। কোন কিছু করতি না তুই পরামর্শ মোর ছাড়া ফাঁকি দেয়ার সিদ্বান্ত নিলি জিজ্ঞাস করলি না।

দেখ চেয়ে তোর পাশে আমি দেনা একবার সাড়া এমন চুপ হলি কেন তুই শুনিস না মোর তাড়া। নিজেকে আমি কি করে বলো রাখিবো স্বাভাবিক সাদা কাপনে জরায়াছে তোরে, কেন আজ নিবিক। মিষ্টি খেতে ভালোবাসতি পরিতে রঙ্গিন কাপড় বিদায় দিতে পারবোনা তোকে আমায় ক্ষমা কর। গতরাতে ফোন করে বলেছিলে তুই যে আমায় দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা বেলায়। আমি এসেছি ডেকেছি ধরে তোর নাম সেই হাঁসিমুখ খানির কথা নাহি শুনি চাহিয়া কি দেখিলাম।

সকলে কাঁদিতেছে শরীরে ধরে তোর আমি কাঁদিবোনা আজ সাড়া জীবন কাঁদিলেও আমার না মিটিবে তোর সাজ। তোকে আমি ভুলে থাকতে পারবো না। আমিও আসিবো তোর পথ ধরে মুছতে যন্ত্রণা। বন্ধু তুই আমার কেবলি আমার হ্দয়ের কল্পনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।