শুক্রবার বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এবং দুই সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও তাবিথ আউয়াল তার সঙ্গে দেখা করতে গেলে এই আশ্বাস দেন ডাচ রাষ্ট্রদূত।
তাবিথ আউয়াল জানিয়েছেন, “আমরা ডাচ রাষ্ট্রদূতের কাছে টেকিনিক্যাল এবং আর্থিক সহযোগিতা চেয়েছি। তিনি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে আমাদের প্রস্তাব লিখিত আকারে দেয়ার জন্য অনুরোধ করেছেন।”
“আমরা শিগগিরি প্রস্তাব লিখিত আকারে দেবো। কীভাবে প্রস্তাব দেয়া হবে তা নিয়ে জাতীয় দল কমিটি আলোচনায় বসে সিদ্ধান্ত নেবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।