ভারতীয় উচ্চাঙ্গসংগীতশিল্পী কৌশিকী চক্রবর্তী তারকাখ্যাতিকে আমলে নিতে চান না। তার একমাত্র লক্ষ্য, ‘ভালোভাবে গান গাওয়া’।
এ বিষয়ে তিনি গ্লিটজকে বলেন, “তারকাখ্যাতি কোনো বিষয় না। ”
ভালোভাবে গাওয়া বিষয়ে শিল্পী-জীবনকে ‘ট্রেনযাত্রা’ আর চূড়ান্ত লক্ষ্যকে ‘দিল্লি’র সঙ্গে তুলনা করে বলেন, “ওইসব হিসেব করলে কলকাতার ট্রেন আর দিল্লি পৌঁছাবে না। ”
“ট্রেনে চড়লে বিভিন্ন স্টেশনে থামতেই হয়।
কিন্তু আমার লক্ষ্য আরেকটু ভালো গাওয়ার চেষ্টা করা। ”
নিয়মিত উচ্চাঙ্গসংগীতের পাশাপাশি ৩৩ বছর বয়সী কৌশিকী সিনেমার গানেও কণ্ঠ দেন সুযোগ পেলে।
এ বিষয়ে তিনি বলেন, “কয়েকটি বাংলা সিনেমা ও দুটি তেলেগু সিনেমাতেও গেয়েছি। ”
তিনি জানান, ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্রে কাজ করেছেন। কমল হাসানের সঙ্গে তার একটি নির্মিতব্য চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন।
তিনি আরও বলেন, “আমি গান গাইতে ভালোবাসি। কম্পোজিশন ভালো লাগলে অবশ্যই আমি গাইতে চাই। ”
পণ্ডিত অজয় চক্রবর্তীর একমাত্র মেয়ে কৌশিকী। মঞ্চে গান গাওয়া শুরু করেন সাত বছর বয়স থেকে। তিনি বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি-এসআরএ আয়োজিত উচ্চাঙ্গ সংগীত উৎসবের মঞ্চে দ্বিতীয়বারের মতো গাইতে ঢাকা এসেছিলেন।
বৃহস্পতিবার উৎসবের প্রথম সন্ধ্যায় ছিল তার পরিবেশনা। তিনি রাগ আভোগী পরিবেশন করেন এবং দর্শক অনুরোধে তিলং ঠুমরি শোনান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।