আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রি’তে কথা বলার ও মেসেজিংয়ের আরেকটি জনপ্রিয় ও চমৎকার অ্যাপ- উইচ্যাট (WeChat)!


ফ্রি টেক্সটিং, ভয়েস মেসেজ এবং ভিডিও কল করার জনপ্রিয় ও চমৎকার একটি অ্যাপ উইচ্যাট (WeChat)। এটি ব্যবহার করে সহজেই টেক্সটিং করা যায় কোন প্রকার টাইপ না করেই অর্থাৎ ভয়েস চ্যাট করার চরম একটি অ্যাপ এটি। এর আরেকটি আকর্ষনীয় বৈশিষ্ট্য হচ্ছে দুই ভাষাভাষির লোক সহজেই তাদের নিজ নিজ ভাষায় চ্যাট করতে পারবে যা উইচ্যাট নিজেই ট্রান্সলেটের (Translator) কাজটি করে দেবে। সংক্ষেপে বললে এটি আপনার ফোনটিকে এক ধরনের ওয়াকিটকি’তে রুপান্তর করে দিবে। এর রয়েছে আরো অনেক নিম্নরুপ বৈশিষ্ট্য:
১. দ্রুত কথা বলা যায়
২. ভয়েস কোয়ালিটিও ক্রিস্ট্যাল ক্লিয়ার (Crystal Clear) এক্ষেত্রে ভিডিও কলও অনেক উন্নত মানের,
৩. গ্রুপ চ্যাটের (Group Chat) পাশাপাশি রয়েছে এনিমেটেড স্মাইলিস্(Animated Smileys),
৪. ফটো ও ভিডিও ফাইল শেয়ার করার সুবিধা,
৫. সবসময়েই চালু থাকে এটি ফলে একটি মেসেজও মিস হওয়ার সম্ভাবনা থাকে না,
৬. পুশ মেসেজের অপশনও আছে এতে,
৭. মোবাইলে ফোনবুকে কন্ট্যাক্টগুলো সহজেই সিঙ্ক্রোনাইজের (Synchronize) মাধ্যমে ইম্পোর্ট করা যায়,
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের Like বাটনে ক্লিক করুন পরবর্তী আপডেট পেতে!
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।ধন্যবাদ!
উইচ্যাট
আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
সৌজন্যে: পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.